নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিজের মেন্টর বলে জানালেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, সবসময় সাহায্য করলেও, কোনওদিনই সমস্যার সম্পূর্ণ সমাধান করে দেন না ধোনি। তিনি বলেন, ‘নিজেই সমাধান করো।’
ভারতীয় দলে ধোনির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল পন্থকে। তবে ধারাবাহিকতার অভাব, ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং দায়সারা মানসিকতার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। টেস্টে উইকেটকিপার হিসেবে আছেন ঋদ্ধিমান সাহা। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাচ্ছেন কে এল রাহুল। তবে পন্থ জাতীয় দলে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে পন্থ বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে ধোনি আমার মেন্টর। আমি যে কোনও সমস্যা নিয়ে তাঁর দ্বারস্থ হতে পারি। কিন্তু তিনি কোনওদিনই আমাকে সম্পূর্ণ সমাধান বাতলে দেন না। কারণ, তিনি মনে করেন, তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া ঠিক নয়। সেই কারণে সমস্যা সমাধানের কিছুটা উপায় বাতলে দিয়ে বাকিটা আমাকেই করে নিতে বলেন। তিনি আমার প্রিয় ব্যাটিং পার্টনার। যদিও তাঁর সঙ্গে ব্যাটিং করার সুযোগ খুব একটা পাই না। মাহি ভাই ক্রিজে থাকলে আর কোনও চিন্তা থাকে না। তাঁর মাথায় পরিকল্পনা থাকে। শুধু সেই অনুযায়ী কাজ করে গেলেই হয়।’
লকডাউনের জেরে ধোনি ও পন্থ দু’জনেই বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ধোনির মাঠে ফেরা আরও পিছিয়ে গিয়েছে। তিনি টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি।
ধোনি আমার মেন্টর, তবে আমাকেই যাবতীয় সমস্যা মেটাতে বলেন, জানালেন পন্থ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2020 01:06 PM (IST)
ভারতীয় দলে ধোনির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল পন্থকে। তবে ধারাবাহিকতার অভাব, ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং দায়সারা মানসিকতার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -