মুম্বই:  ঋষি কপূর তাঁর আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা: ঋষি কপূর আনসেন্সরড’-এর প্রকাশ অনুষ্ঠানে গিয়ে রাজ কপূরের জীবন ছাড়াও কপূর পরিবারে বংশানুক্রমে চলে আসা বাবা-ছেলের সম্পর্কের মধ্যে যে জটিলতা রয়েছে সেদিকেও আলোকপাত করেছেন।

তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে রাজ কপূরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়, ভীষণই ফর্মাল ছিল। আর নিজের সন্তান রণবীরের প্রতিপালনের ক্ষেত্রেও একইধারা বজায় রেখেছিলেন তিনি। হয়তো সেইজন্যে তাঁর সঙ্গে রণবীরের দূরত্ব তৈরি হয়েছে। তাঁরা একে অপরের সঙ্গে আত্মার যোগও অনুভব করেন। রণবীরও তাঁর বাবার আত্মজীবনীতে এক টুকরো মতামত দিয়েছেন। সেখানে বাবা-ছেলে দুজনেই সহমত মা নীতু সিংহের বেশি ঘনিষ্ঠ ছিলেন ছেলে রণবীর। তবে রণবীর তাঁর এক টুকরো লেখাতে একথাও লিখেছেন হয়তো কোনওদিন সেই দূরত্ব ঘুচে গিয়ে তিনি তাঁর বাবার কাছাকাছি চলে আসবেন, বন্ধু হয়ে যাবেন।

রণবীর তাঁর লেখায় আক্ষেপ প্রকাশ করে বলেছেন, তিনি এমন দিনের অপেক্ষা করেন, যেদিন তিনি বাবা ঋষিকে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন বাবা তুমি কী করছ, কেমন আছ? কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের দুজনের মধ্যে সেই সম্পর্ক নেই।

তবে রণবীর জানিয়েছেন তিনি বিয়ের পর, সন্তান হওয়ার পর এই পরম্পরা পরিবর্তন করতে আগ্রহী। নিজের হবু সন্তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে চাই, অনেক বেশি সময় কাটাতে চাই, জানিয়েছেন রণবীর।