কলকাতা: পুজো হোক অথবা যে কোনও বিশেষ উৎসব.. এই খুদেদের ছাড়া যেন কোনও বিশেষ দিনই কাটাতে চান না ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। স্বাধীনতা দিবসের দিনটাও, নিজের স্কুলের ছোটদের সঙ্গেই কাটালেন অভিনেত্রী। শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, ছুটির দিনের আমেজেই শিশুদের সঙ্গে মিশে গেলেন পর্দার 'ফুল্লরা'। 


সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে তিনি লিখেছেন, 'আমার কাছে স্বাধীনতা বলতে, আমার ছোটদের জন্য আরও সুন্দর, আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলা। আমার শিশুদের সঙ্গে, আমার শিশুদের জন্য আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলাই আমার কাছে স্বাধীনতা। 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এ স্বাধীনতা দিবস উদযাপন।'


এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছেন, এদিন স্কুলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক। সকাল থেকেই সবাই মিলে পতাকা উত্তোলন করা হয়। এরপরে সারাদিন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে আয়োজন ছিল খাওয়াদাওয়ারও, মেনুতে ছিল বিরিয়ানি। গোটা দিনটা ভীষণ মজা করেই কাটিয়েছেন সবাই। কেবল স্বাধীনতা দিবস নয়, দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেই স্কুলের খুদেদের কাছে ছুটে যান ঋতাভরী। পুজো যেমন তাঁদের হাতে তুলে দেন নতুন জামা, তেমনই নিজের জন্মদিনে কেক কেটে আনন্দ উদযাপন করে নেন তাঁদের সঙ্গে। 


সদ্য একটি ওয়েব সিরিজের (Web series) শ্যুটিং শেষ করেছেন ঋতাভরী। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, 'নন্দিনী' তাঁর কাজ করা প্রথম ওয়েব সিরিজ। গর্ভবস্থাকে মাথায় রেখে ৯ মাসের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। এর আগে কখনও অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা যায়নি ঋতাভরীকে। তাঁকে এই চরিত্রে কেমনভাবে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই ওয়েব সিরিজের গল্পে, যখন স্নিগ্ধার বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে উদ্যত, তখন একটি ফোন আসে তাঁর কাছে। সেই ফোন যিনি করছেন, তিনি স্নিগ্ধাকে নিজের সন্তান বলে দাবি করেন। রহস্যময় এই ফোন থেকেই স্নিগ্ধা জানতে পারেন, তাঁর গর্ভের সন্তান ত্রুটিমুক্ত। কিভাবে স্নিগ্ধা লড়াই করে তাঁর সন্তানকে জন্ম দেবেস, সেই নিয়েই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প। 


 






আরও পড়ুন: Jeetu Kamal: বড়পর্দায় সাফল্য পেয়েও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল!