কলকাতা: জোরকদমে চলছে 'ফাটাফাটি'-র শ্যুটিং। নায়িকা ঋতাভরী চক্রবর্তীকে(Ritabhari Chakraborty) কিন্তু এই ছবির লুকে চেনা দায়। ওজন বাড়িয়ে নায়িকার একেবারে ভোলবদল। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন খোদ ঋতাভরী। 


'নিজের শরীরকে, ত্বককে ভালোবাসতে শিখুন'


সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ঋতাভরী। সেখানে দেখা গিয়েছে তাঁর ওজন বাড়ানোর আগের ও পরের লুক। ঋতাভরী লিখছেন, 'এই ৩টে ছবি যথাক্রমে ২০১৯, ২০২১ ও ২০২২ সালের। একটা ছবি কখনও কখনও বদলের ইতিহাসের গল্প বলে। আক্ষরিক অর্থে এবং মোড়কেও। ফাটাফাটি ঠিক এমন একটা ছবি। আমি কী করে রোগা থেকে প্লাস সাইজ হলাম, এই পোস্টটা ঠিক সেই গল্প বলতে নয়। এই পোস্টটা সেই গল্প বলার যেখানে প্লাস সাইজ হওয়ার পথে আমি কীভাবে নিজেকে, নিজের শরীরকে ভালোবেসেছি। আমি সবসময় বডি পজিটিভিটিতে বিশ্বাসী। কিন্তু যে কোনও সাইজ হওয়া সত্ত্বেও নিজেকে ভালোবাসা আমায় বডি পজিটিভিটি নিয়ে অনেক কিছু শিখিয়েছে। তোমার শরীরের গঠন, উচ্চতা, গায়ের রঙ যাই হোক না কেন, তা যদি অন্যদের সৌন্দর্য্যের সংজ্ঞার সঙ্গে না মেলে, তাতে সত্যিই কিছু যায় আসে না। যদিও আমি জানি নিজেকে ভালোবাসার যাত্রাটা অনেকটা লম্বা কিন্তু সেটা অন্য কাউকে বলতে দেবেন না। নিজের শরীরকে, ত্বককে ভালোবাসতে শিখুন। শরীরের প্রতিটা ইঞ্চিকে ভালোবাসতে শিখুন। ঠিক এখন যেমন আমি আমার শরীরের প্রত্যেক ইঞ্চিকে ভালোবাসছি।'


আরও পড়ুন: 'দ্য ফ্যামিলি ম্যান' পরিচালকের হাত ধরে ডিজিটালে আত্মপ্রকাশ শাহিদ কপূরের


শারীরিক পরিবর্তন নিয়ে ঋতাভরীর অধ্যাবসায়ের প্রশংসাও করেছেন শিবপ্রসাদ। এবিপি লাইভকে তিনি বলছেন, ' 'উইন্ডোজ সবসময় চেয়েছে নতুন গল্প বলতে। ফাটাফাটি গল্পটাও একেবারে অন্যরকম। আমি জানি সবে শ্যুটিং শুরু হয়েছে, তবুও ঋতাভরীকে ধন্যবাদ জানাব আমি। ও যে অধ্যাবসায় নিয়ে নিজের ওজন ধরে রেখেছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য। একজন মেয়ে, বিশেষত যিনি নায়িকা, তাঁর একবার ওজন বেড়ে গেলে অনেকরকম মুশকিল রয়েছে। ওজন বেড়ে গেলে তা কমানো বেশ মুশকিল। তা ছাড়া অনেকরকম শারীরিক সমস্যাও আসে পারে। কার্যত জীবনের জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরী।'