কলকাতা: পুজোর শুরুটা হয়েছিল খুদেদের মধ্যে পোশাক বিতরণ দিয়ে। আর নবমী নিশিতে ত্রিশূরে হাজির হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। একটি বিপণী সংস্থার উৎসবে হাজির হয়েছিলেন ঋতাভরী, আর সেখান থেকেই বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবি ভাগ করে নিলেন ঋতাভরী।
সোশ্যাল মিডিয়ায় নবমীর রাতে একটি ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। সেখানে ঋতাভরীর পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। এর আগেও একটি বিজ্ঞাপনে ক্যাটরিনার সঙ্গে ফ্রেম শেয়ার করেছিলেন ঋতাভরী। আর এই বছর ফের একসঙ্গে দেখা গেল দুই অভিনেত্রীকে। তবে এ কোনও বিজ্ঞাপন নয়, নিছকই উৎসবের অজুহাতে সাক্ষাৎকার।
আরও পড়ুন: Mimi Chakraborty Update: নবমীতে ধুনুচি নাচ, বন্ধু সমাগম, মিমির শেষবেলার পুজো ডায়েরি
প্রতিবছরই এই অনুষ্ঠানে সামিল হন ওই বিপণির সমস্ত মুখেরা। এই অনুষ্ঠানের অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ঋতাভরীর। অভিনেত্রীর আশা ছিল, এই বছরেও বলিউডের শাহেনশাহের সঙ্গে দেখা হবে অভিনেত্রীর। তবে এখনও পর্যন্ত অমিতাভের সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি ঋতাভরী।
সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার সঙ্গে ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'সরাসরি ত্রিশূর থেকে .. সুন্দরী এবং মিষ্টি ক্যাটরিনা কইফের সঙ্গে।
চতুর্থীর দিন স্কুলের খুদেদের মধ্যে নতুন জামা বিতরণ করেছেন ঋতাভরী। একটি স্কুলের দায়িত্বে রয়েছেন তিনি। 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম' -এর খুদেদের সঙ্গে করেই প্রত্যেক উৎসব শুরু হয় ঋতাভরীর। পুজোর শুরুতে এবিপি লাইভকে ঋতাভরী বলেছিলেন, 'ওদের জন্য নতুন জামা কিনেছি, সঙ্গে ছোট ছোট সাজগোজের জিনিস। পুজোর আগেই ওগুলো ওদের হাতে তুলে দেব, সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছেই। ওদের জামা থেকে সমস্ত জিনিস নিজের হাতে কিনেছি আমি।'
সেই কথামতো ঋতাভরী পৌঁছে যান স্কুলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।