কলকাতা: ঘরের পুজোয় চেনা ছন্দে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । আবাসনের পুজোয় নবমী নিশিতে ধুনুচি নাতে মাতলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ভিডিও । 


পুজোর সময় তৃণমূল সাংসদ হামেশাই ধরা দেন ঘরের মেয়ে হয়ে । এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি । জলপাইগুড়ির বাড়ি থেকে আসেন বাবা-মা । এই আবাসনেই ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে । অন্যথা হল এই বছরেও । নবমীর রাতে যথারীতি আবাসনের পুজোয় ধুনুচি হাতে দেখা গেল অভিনেত্রীকে ।  ঢাকের তালে নাচে মাতলেন তিনি । সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিলেন সেই ভিডিও । 


 






তবে নবমীতে মিমির আবাসনের পুজোয় চাঁদের হাট । হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) থেকে শুরু করে অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও অনেক বন্ধুরা । নবমী রাতে মিমির সময় কাটল বন্ধু পরিবৃত হয়েই- । 



নবমীর সাজের জন্য গাঢ় সবুজ রঙা শাড়ি বেছেছিলেন মিমি, সঙ্গে বেগুনি বেনারসি জরি পাড়ের কাজ । কানে সোনার পাশা, গলায় কোনও অলঙ্কার ছিল না মিমির । খোলা চুলে তাঁর সাজ সম্পূর্ণ । হাতের সোনার ভারি বালা ও আংটি পরেছিলেন মিমি । গোটা পুজোতেই বিভিন্ন সোনার গয়না পরেছেন মিমি, এবার সেটাই তাঁর স্টাইল স্টেটমেন্ট ।


আরও পড়ুন: Soha Ali Khan: 'প্রিয়' সোহাকে বিশেষ পোস্টে জন্মদিনের শুভেচ্ছা করিনা কপূর খানের


মিমি পোষ্যকে নিয়ে একাধিক ছবিও পোস্ট করেছিলেন । তাঁদের নিয়ে অনেকটা সময় কাটে মিমির । পুজোর সময়ও তাঁর অনেকটা সময় কেটেছে পোষ্যদের নিয়েই ।