কলকাতা: সিনেমা তো শুধু ফ্রেমবন্দি থাকে না... পর্দায় বাইরে বেরিয়ে তা ছুঁয়ে যায় দর্শকদের মন। ছবির নায়ক নায়িকারা যেন হয়ে ওঠেন সাধারণ মানুষের চরিত্র। যে গল্প তাঁরা বলতে পারেন না, সেই গল্পকে, জীবনের গল্পকে যেন পর্দায় তুলে ধরেন এই অভিনেতা অভিনেত্রীরাই। পর্দার ফুল্লরা ওরফে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-ও যেন তেমনই এক নায়িকা, যিনি তাঁর অভিনয় দিয়ে বলছেন, 'নিজেকে ভালবাসো তুমি এবার..'


সপ্তাহান্তেই মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত ছবি 'ফাটাফাটি' যেন সমাজের প্রচলিত চিন্তাভাবনার দিকে প্রতি মুহূর্তে ছুঁড়ে দিয়েছে প্রশ্ন। নজর কেড়েছে ঋতাভরীর সাবলীল অভিনয়ও। আর এই ছবির প্রচারে তাঁকে ছুটে বেড়াতে হয়েছে বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষের কাছে। আর তেমনই এক প্রচারে গিয়ে এক অদ্ভূত সুন্দর অভিজ্ঞতা হয়েছিল ঋতাভরীর। 'ফাটাফাটি'-র প্রিমিয়ারে, সব ব্যস্ততার মধ্যেও সময় বের করে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে আড্ডায় সেই গল্প ভাগ করে নিলেন 'ফুল্লরা'। 


প্রচারের অঙ্গ হিসেবে একদিন ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন সমাজের এমন কিছু মেয়েদের কাছে, যাঁরা নিজেদের জীবনে, নিজেদের ভূমিকায় 'ফাটাফাটি'। যে সমস্ত নারীরা সমাজের নিজের পরিচয় তৈরি করেছেন, সফল হয়েছেন নিজেদের গন্ডিতে, তাঁদেরই একটি বিপণি সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে চুক্তি জানিয়েছিল টিম 'ফাটাফাটি'। ঋতাভরী বলছেন, 'আমরা বেছে নিয়েছিলাম কিছু মিস ফাটাফাটি-দের। তাঁদের হাতে আমরা পুরস্কার তুলে দিই, সম্মান জানাই। ওঁরা একটা বেকারি চালান সবাই মিলে। আর সেখানেই আমার কাছে ছুটে এক শিশু। আমার হাতে ওর লক্ষ্মীর ভাঁড়টা তুলে দিয়ে বলে, 'দিদি, তুমি যে স্কুলটা চালাও, এটা তার জন্য। ওখানকার ভাই বোনেদের জন্য। আমি ২ বছর ধরে জমিয়েছি।' আমার মন ভরে উঠল। আমরা যা করি, অভিনয়, পরিচিতি, খ্যাতি এগুলো তো রয়েছেই, কিন্তু মানুষের মন ছুঁতে পারা সবচেয়ে বড় ব্যাপার। সেই ভালবাসা, প্রতিক্রিয়া পেয়েছি বলে ভীষণ ভীষণ খুশি। মানুষ এই ছবিটা দেখে যদি এমনভাবে আমাদের জানান, ভালবাসা দেন... ভীষণ ভাল লাগবে।'


প্রসঙ্গত, 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এর গুরুদায়িত্ব সামলাচ্ছেন ঋতাভরী। এখানে পড়াশোনা করা বিশেষভাবে সক্ষম শিশুরা বিশেষ জায়গা জুড়ে রয়েছে অভিনেত্রীর জীবনে। প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানই ঋতাভরী শুরু করেন ওদের সঙ্গেই। নতুন জামা হাতে তুলে দেওয়া থেকে দোলের রঙ.. ঋতাভরীর জীবনে ভালবাসার অন্য নাম ওরাই।


আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি