কলকাতা: বাংলা ছবিতে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee) ও অন্যন্যরা। ছবির নাম, 'কোথায় তুমি'।
এই ছবিতে যেমন একদিকে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের কথা, তেমনই উঠে এসেছে ধর্মের প্রসঙ্গও। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি জেন। ছবিতে ঋত্বিকার বিপরীতে দেখা যাবে টাব্বুকে। এটিই তাঁর দ্বিতীয় ছবি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিং। বেশিরভাগ অংশের শ্যুটিংই হয়েছে উত্তরবঙ্গে।
ছবিতে টাব্বুর নাম হয়েছে সৌরভ। একজন সামান্য কেরানির চাকরি করে সে। পাড়ার একটি মেয়ের প্রেমে পড়ে, বদলে যায় তাঁর জীবন। আইনি প্যাঁচ ও বিভিন্ন সমস্যায় পড়ে প্রশ্নের মুখে এসে দাঁড়ায় তাঁদের প্রেম। পরিচালক জানিয়েছেন, 'এক নির্মম সমাজব্যবস্থার কথা ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। টাব্বু আর ঋত্বিকা দারুণ অভিনয় করেছে। এই ছবিটি একটি অন্ধকার ঘরানার ছবি। দুই নায়ক নায়িকার সমীকরণ খুব ভালভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, দর্শকদের ছবিটি ভাল লাগবে।'
ছবিটি মুক্তি পাবে 'ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট' ও 'পিপিএফ এন্টারটেইনমেন্ট'-এর যৌথ ব্যানারে। এটি মূলত একটি থ্রিলার ঘরানার ছবি। এই ছবিতে যেমন একদিকে প্রশ্ন তোলা হয়েছে সমাজের বিভিন্ন দিক নিয়ে, তেমনই তুলে ধরা হয়েছে সম্পর্কের বিভিন্ন দিকও। প্রেম-বিয়ে এবং সমাজের চোখরাঙানিকে সরিয়ে নিজের ভাল থাকাকে প্রাধান্য দেওয়া.. এই সমস্তকিছুই তুলে ধরা হবে ছবিতে।
সদ্য সুরিন্দর ফিল্মসের ব্যানারে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঋত্বিকা। সিরিজটির নাম ছিল 'অভিশপ্ত'। এর আগে ঋত্বিকা জানিয়েছিলেন, তাঁর কাছে একাধিক ওয়েব সিরিজের অফার এসেছিল। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ তিনি। ছবির ক্ষেত্রেও তাঁর এই একই শর্ত। তবে কেবল বাংলা নয়, একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন ঋত্বিকা। এর জন্য নতুন ভাষাও শিখতে হয়েছে তাঁকে। একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন ঋত্বিকা।