কলকাতা: গোটা দেশ মজেছে এস এস রাজামৌলির (SS Rajamouli) সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'আর আর আর' (RRR) ছবি ঘিরে। রাম চরণ (Ram Charan) ও এনটিআর জুনিয়রের (NTR Jr) অভিনয় মনে দাগ কেটেছে সকলের। একের পর এক রেকর্ডও ভাঙছে এই ছবি। 'আর আর আর' ছবির গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই ছবির গানে রিল বানানো শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় এলার ঋত্বিকাও।
'নাচো নাচো'র তালে ঋত্বিকা
পরনে একটা র্যাপ-অ্যারাউন্ড স্কার্ট। সঙ্গে ক্রপ টপ। খোলা চুলে 'নাচো নাচো'র সুরে পা মেলালেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। ফুরফুরে হাওয়ায় বেশ সুন্দর নাচলেন অভিনেত্রী। সেই রিল পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, 'নাচো নাচো। শুধু মজার মুহূর্ত।'
ইতিমধ্যেই সোশ্যাল পোস্টে কমেন্টের বন্যা। অনুরাগীরা তাঁদের পছন্দের অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ। প্রশংসা সূচক কমেন্ট করেছেন।
'আর আর আর' ছবির রেকর্ড
মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'আর আর আর'। 'বাহুবলী' পরিচালক রাজামৌলির এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে প্রতিদিন। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই প্রত্যাশা ছিল। আর মুক্তি পাওয়ার পর সেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করে। মাত্র এক সপ্তাহেই বিপুল পরিমাণ ব্যবসা করে ফেলেছে এই ছবি।
আরও পড়ুন: 'Prankenstein' Official Teaser: গা ছমছমে টিজার প্রকাশ্যে, এপ্রিলেই মুক্তি পাচ্ছে 'প্র্যাঙ্কেনস্টাইন'
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট থেকে জানা যায় মাত্র এক সপ্তাহেই ৭১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। যদিও এই সংখ্যা 'আর আর আর' ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম এবং আরও বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। ফলে ব্যবসাও হয়েছে ব্যাপক। ভারতেই এই ছবি ব্যবসা করে ফেলেছে এক সপ্তাহে ৫৬০ কোটি টাকার। বাকিটা দেশের বাইরে।