কলকাতা: সকালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর রাত গড়াতেই বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করতে এলেন চলচ্চিত্র জগতের জুনিয়ররা। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। হাসপাতালে থাকলেও, আজ অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সবার সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন বিভিন্ন বিষয়ে। দিনের শেষে, রুপোলি পর্দার মানুষদের সঙ্গে কী কথা বললেন তাঁদের প্রিয় 'দাদা'? হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এসে সেই কথাই জানালেন ঋতুপর্ণা ও সোহম। 


সোহমের প্রযোজনার ছবির শ্যুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। এর আগেও মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন সোহম। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, 'দাদার সঙ্গে দেখা হলে সবসময় ছবি নিয়েই কথা হয়। আজও কিছু আলোচনা হল। উনি এখন যে পরিচালকের সঙ্গে ছবি করছেন, তাঁর সঙ্গে আমিও কাজ করেছি এর আগে। সেই কথা বললাম ওঁকে। আজ বিট্টু (সোহমের ডাকনাম) -ও সঙ্গে ছিল। আমি দাদা আর বিট্টু বহুদিন আগে একটা ছবিতে কাজ করেছিলাম। 'ভাগ্যদেবতা'। দারুণ হিট হয়েছিল ছবিটা। আজ বহুদিন পরে আমরা ৩ জন একসঙ্গে হতে, কথায় কথায় সেই ছবির কথাও উঠল। সব মিলিয়ে ভীষণ ভাল লাগল ওঁর সঙ্গে কথা বলে। খুব ইতিবাচক লাগল। যেটুকু শারীরিক সমস্যা রয়েছে আশা করি উনি খুব শীঘ্রই তা কাটিয়ে উঠবেন।'


হাসপাতাল থেকে বেরিয়ে এদিন সোহম বলেন, 'সবার সঙ্গে খুব ভাল করে কথা বলছেন উনি। সবার আশীর্বাদে, শুভেচ্ছায় ভাল আছেন। আশা রাখছি, আগামীকালই ছেড়ে দেওয়া হবে।' শ্যুটিং শুরুর প্রসঙ্গে সোহম বলেন, 'মিঠুনদা তো আমায় বলছেন কাল থেকেই শ্যুট করব। আমি বললাম, 'একদম না। তুমি এটা নিয়ে ভেবো না। চিকিৎসকের পরামর্শ মতো রেস্ট করো।' ছবির দ্বিতীয় শিডিউলটা আমরা পরে শ্যুট করব। সেই মতো পরিকল্পনাও হয়েছে। তবে এখন ওঁর শরীর বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রাম নেওয়া জরুরি। আগে মিঠুনদা একেবারে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যান। তারপরে একসঙ্গে শ্যুট শুরু করব।'


আরও পড়ুন: Mithun Health Update: ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী, আগামীকাল বাড়ি ফিরবেন মিঠুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।