কলকাতা: নীল শাড়িতে রাস্তায় দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। চুলে বিনুনি, একেবারে হালকা সাজ। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবি ভাগ করে নিলেন ঋতুপর্ণা। ক্যাপশানে লিখলেন, 'ইত্তর' -এর শ্যুটিং করছেন তিনি। 


ছবির নাম 'ইত্তর' অর্থাৎ আতর। মাঝবয়সী এর প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে এই হিন্দি ছবি। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে শক্তিমান অভিনেতা দীপক তিজোরিকে। ঋতুপর্ণা এখানে অভিনয় করছেন আভা নামে একজন শিক্ষিকার ভুমিকায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বীণা বক্সী। ২০১৩ সালে ‘দ্য কফিন মেকার’ ছবিটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। 


সদ্য দুর্গাপুজো গিয়েছে। পুজোর সময় কলকাতাতেই সময় কাটিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার নাচের কদর এমনিতেই সকলের মুখে মুখে। নবমীর রাতে তাঁকে দেখা গিয়েছিল হলুদ শাড়িতে উচ্ছ্বসিত নায়িকা, সুন্দর মুদ্রায় ঢাকের তালে নাচ করেছিলেন তিনি। বাদ্যে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে তখন উপচে পড়া ভিড়।


পুজোয় মুক্তি পেয়েছে তাঁর নতুন গানও। তার সঙ্গে গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী। এতদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। অভিনেত্রীর সঙ্গে গান রেকর্ড করে উচ্ছসিত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীও। তিনি বললেন, 'এতদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। ঋতুপর্ণা ভীষণ সুন্দরভাবে গানটি গেয়েছেন। আশা করি তাঁর ভক্তদেরও গানটি ভীষণ ভালো লাগবে।'


অন্যদিকে প্রথমবার প্লে ব্যাক করে উচ্ছসিত ঋতুপর্ণা সেনগুপ্তও। সংবাদমাধ্যমকে তিনি বলছেন, 'গান গাইতে আমার ভালো লাগে। ছোট থেকেই গান গাওয়ার ইচ্ছা ছিল। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে গানও গেয়েছি। এর আগে অনেক ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। কিন্তু বাপ্পিদার সঙ্গে গান গাওয়াি অভিজ্ঞতা এই প্রথম। যখন বাপ্পি দা প্রথম ফ্লোরে এল, বুঝেছিলাম আমি আমার গায়িকা সত্ত্বাকে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাব।'