কলকাতা: শীঘ্রই বাংলাদেশের দু-দুটি সিনেমায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই দুটি সিনেমা হল ''গাংচিল' ও 'জ্যাম'। ‘লাইম এন লাইট’ সিনেমায় দেখা প্রথমবার দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা অভিনীত ইন্দ্রাশিষ আচার্যর সিনেমা ‘পার্সেল’ আগামী ১৩ মার্চ মুক্তি পাবে। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বিদ্রোহিনী’-তে আইপিএস অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন ভক্তদের।
কাজের দিক থেকে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয়। নিয়মিত ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
কিছুদিন আগেই সুইমিং পুলের ধারে বসে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছিল তাঁকে। খোলাচুলে বেশ নজরকাড়া দেখিয়েছে তাঁকে।
এরইমধ্যে সাদা শার্ট পরা একটি ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঋতুপর্ণা। সেই ছবিও অনুরাগী মহলে সাড়া ফেলেছে।