কলকাতা: এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত 'আকরিক' ছবিটি। নির্মাতাদের পক্ষ থেকে সুখবরটি শেয়ারও করা হয়েছিল। আরলএবার প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। 


'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় (Victor Banerjee), অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক। 'আকরিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। এই ছবি এক ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের। এই ব্যক্তি চিরকার যৌথ পরিবারের ছাতায় বড় হয়েছেন সকলের সঙ্গে মিলেমিশে। অন্যদিকে ১০ বছরের বাচ্চা ছেলেটির জীবনে মা ছাড়া কেউ নেই। সিঙ্গল মাদার তার মা। বয়স্ক ভদ্রলোক এখন তাঁর জীবনের শেষ পর্যায়ে, অসুস্থ স্ত্রীর সঙ্গে পাহাড়ের মাঝখানে একটি সুন্দর শহরে বাস করেন যেখানে ছেলেটি তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে আসে। সেখানেই দুই অসমবয়ী মানুষের দেখা হয়। ভিন্নভাবে বেড়ে উঠলেও এই দুই বিষম বয়সী মানুষই নিজেদের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি করে ফেলে।


আরও পড়ুন...


Gourab Roy Chowdhury: নয় বছর পর নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে খোলা চিঠি লিখলেন গৌরব


অন্য়দিকে, বড়পর্দায় প্রথমবার জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র। ইন্দ্রাশীষ আচার্যর নতুন ছবি গুডবাই মাউন্টেন (Good Bye Mountain) দেখা যাবে এই দুই তারকাকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), জয়শ্রী মিমি অধিকারী (Jayashree Mimi Adhikary), অরুণ ঘোষ (Aryunn Ghosh), অরুণিমা পাল (Arunima Paul), শোভন সরকার (Sovan Sarkar), রীতম বন্দ্যোপাধ্যায় (Ritam Banerjee)।


ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'গুডবাই মাউন্টেন' এর গল্পে প্রেম থাকলেও এটি আদ্যন্ত প্রেমের ছবি নয়। প্রেমের পাশাপাশি রয়েছে অপ্রেম, বিভিন্ন অনুভূতির দ্বন্দ্ব আবার এক রহস্য। অন্ধকার চারপাশে, সবখানে আলো নিভে যাওয়ার গল্প। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, একদম নরম , সুন্দর, পেলব আর ভালোবাসার একটা গল্প যদি শোনানো যায় মানুষকে! নতুন জায়গায় , নতুনভাবে, সেই ভাবনা থেকেই থেকে গুডবাই মাউন্টেন এর পরিকল্পনা। কেরালার প্রযোজক Wayanad আমাদের যখন লোকেশান দেখান। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, পাহাড়ের ওপরে নিঃসঙ্গ একটা বাংলো তে দুজন মানুষের গল্প বলব।'