কলকাতা : বর্ষার আগমনের ( West Bengal Monsoon Update ) পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই। এখন আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে কমই থাকবে। অর্থাৎ গরম থেকে স্বস্তির দিশা নেই।



তবে সুখের খবর একটাই, তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনও জেলাতেই তাপ্রবাহের সতর্কতা নেই। ২৩ জুন থেকে সার্বিক ভাবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। 


অন্যদিকে, উত্তরবঙ্গ পার্বত্য-সহ ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে মৌসুমী বায়ু প্রবেশ করবে আজ। তারপর দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী ৩ ঘন্টায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি। সারাদিনে ঘুরেফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায়।


সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলা। অস্বাভাবিক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে ও পরে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।  উত্তরের বাকি জেলায় ২৪ ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে।


দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার আগে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।


কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । প্রাক বর্ষার বৃষ্টি হবে বুধবার বিক্ষিপ্তভাবে। তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না। ভালো বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে ২৩ বা ২৪ তারিখ পর্যন্ত। মেঘলা আকাশ। গুমোট গরমে কষ্টই পাবে কলকাতাবাসী।  সামান্য বৃষ্টি হলেও আপাতত  ঘামের অস্বস্তি থেকে  রেহাই নেই কলকাতার। 


মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৬.২ থেকে কিছুটা কমে ৩৫.৩ ডিগ্রি, যা এখনও স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। বুধবার সারাদিন মেঘলা আকাশের জেরে এই তাপমাত্রা ৩৪ এর ঘরে নামতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমে ২৯ এর ঘরে নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরেই ৭১ শতাংশ। দুপুরে ৮৮ শতাংশ। বিকেলের দিকে ৯০ শতাংশ অতিক্রম করতে পারে। 


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।