কলকাতা: দিন কয়েক আগেই মা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একই মঞ্চে নাচ করে সকলের মনে জায়গা করে নিয়েছিল ছোট্ট ঋষণা। তারপর বেশ মজাতেই কাটছিল। পুজোয় যখন সাজো সাজো রব কলকাতায়, তখনই জ্বরে পড়ল একরত্তি মেয়ে। কিছুতেই নামতে চায় না শরীরের তাপমাত্রা। মা কাজে দিন কয়েকের জন্যে বাইরে গিয়েছিলেন। তারই মধ্যে আসে দুঃসংবাদ। জ্বর ক্রমেই বেড়ে চলেছে। ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে তাপমাত্রা। বহু চেষ্টাতেও নামানো যাচ্ছিল না।

পারিবারিক বন্ধু ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করাতেই ধরা পড়ল, ডেঙ্গি হয়েছে ছোট্ট ঋষণার। একটুও সময় নষ্ট না করে বাবা সঞ্জয় চক্রবর্তী মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। দিন দুই ডাক্তারের তত্ত্বাবধানেই ছিল ছোট্ট ঋষণা। ঋতুপর্ণাও বাইরে থেকে চলে আসেন। আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি মেয়ের সঙ্গে।

কয়েকদিন আগেই বিরসা ও বিদীপ্তার ছোট্ট মেয়ে ইদার ডেঙ্গি ধরা পড়েছিল। এখন সুস্থ হয়েছে ইদা। হাসি ফুটেছে বাবা-মায়ের মুখে!

খুব তাড়াতাড়ি ঋষণাও সুস্থ হয়ে উঠবে, এইটুকুই আশা ঋতুপর্ণা সেনগুপ্তর।