লিখলেন, 'ঋতু আজ আমাদের মধ্যে নেই, এটা এখনও আমি মনেপ্রাণে বিশ্বাস করি না। 'উনিশে এপ্রিল' থেকে শুরু করে 'নৌকাডুবি' - লম্বা পথচলা..তুই আছিস এবং চিরকাল থাকবি তোর সৃষ্টিতে, আমার মনের 'দোসর' হয়ে...'
জন্মদিনে ঋতুপর্ণ ঘোষের স্মরণে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, 'শুভ জন্মদিন ঋতু দা, যেখানেই আছো, আজ ভালো থেকো'
'মেয়েদের মনস্তত্ব নিয়ে বাংলা ছবিতে তেমন কাজ হয় না। মেয়েরা সাধারণত ছবির একটুখানি অংশে থেকে যায়। এই ভাবনাটাকেই ভেঙেছিলেন ঋতুপর্ণ ঘোষ।'...ঋতুপর্ণ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এভাবেই ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়।
প্রিয় পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রিয়া ও রাইমা সেনও।
মীরের সঙ্গে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সম্পর্ক নিয়ে চর্চা, বিতর্ক হয়েছে বিস্তর। কিন্তু সম্পর্কটা মোটেই 'মুখ দেখাদেখি বন্ধ'-এর স্তরে যায়নি। বরং ছিল এক্কেবারে আলাদা। তাই তো ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে মীরের আবেগপ্রবণ পোস্ট, 'আমি কিন্তু আজও ঋতুদার Jabra Fan।