কলকাতা: বক্সঅফিসে মুখোমুখি দুই নায়ক। আর তাই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। তবে সেই যুদ্ধ যদি নেহাৎ অনুরাগীদের মধ্যে চলত, তাহলে মানা যেন। কিন্তু নাম না করে, এক ছবির নায়ক যখন নিশানা করেন অন্য ছবির নায়ককে, তখনই অনুরাগীরা অবাক হন। ঠিক যেমনটা এখন হচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক চক্রবর্তীর পোস্ট দেখে। অনেকেরই মন্তব্য, এই ঋত্বিক চক্রবর্তীকে তাঁরা চেনেন না। সদ্যই মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি 'সন্তান'। অন্যদিকে মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি 'খাদান'। বক্সঅফিসে মুখোমুখি লড়াই এই দুটি ছবির। তবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে দেবকে নিশানা করেছেন ঋত্বিক।
কী লিখেছেন নায়ক? সোশ্যাল মিডিয়ায় প্রথমে একটি পোস্টে ঋত্বিক লিখেছিলেন, 'চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম "সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত"!! আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।' এই পোস্ট পড়ে অনেকেই বুঝতে পারেন, তিনি নাম না করে নিশানা করেছেন দেব ও তাঁর অনুরাগীদের। আর সেখানেই চটেছেন দেব অনুরাগীরা।
অনেকেই 'খাদান' দেখতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঋত্বিককে। অনেকে আবার লিখেছেন, 'এই ঋত্বিককে আমরা চিনি না।' অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় উপদেশের সুরে লিখেছেন, এভাবে একে অপরের বিরুদ্ধে লড়াই না করে সবার উচিত একসঙ্গে টলিউডের জন্য লড়াই করা। এরপরে আরও একটি পোস্ট করে ঋত্বিক লেখেছেন, 'ভ্যানভ্যানে মাছি সুরেলা গাধা আর ফুটো কড়ির ট্রোলারদের সরগম কে উপেক্ষা করতে ফেসবুক তার উপভোক্তা দের দিচ্ছে ব্লক করার অপার স্বাধীনতা! ওপরের কথাটা একটা ফাঁদ! এবার কমেন্ট বক্সে ভ্যানভ্যানে সুরেলা আর ফুটো কড়ির সরগম শুরু হবে' এই পোস্টেও একই ছবি। অনেকেই ঋত্বিককে লিখেছেন এই ধরণের পোস্ট করা থেকে বিরত থাকতে।
তবে ঋত্বিকের এই সমস্ত পোস্টের কোনও জবাব দেননি দেব। তিনি এখন ব্যস্ত 'খাদান'-এর প্রচার নিয়ে। ছবি মুক্তির আগে বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন তাঁরা। বাস নিয়ে ঘুরেছেন গোটা পশ্চিমবঙ্গে। আর এরপরে, সোশ্যাল মিডিয়ায় তিনি কেবলমাত্র খাদান-এর সাফল্য সংক্রান্ত পোস্টই করেছেন।
আরও পড়ুন: Rajanya Haldar: অবশেষে মুক্তি পাচ্ছে আরজি কর কাণ্ডের আবহে তৈরি রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।