কলকাতা: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি। আর সেই নিয়ে মাঝে মাঝে বাঁধে বিতর্কও। তাঁর মতামত নিয়ে হামেশাই সোশ্যাল মিডিয়ায় লেগে যায় জোর তরজা। তবে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের মতামতটা স্পষ্ট করে জানাতে কখনোই পিছপা হল না। তিনি ঋত্বিক চক্রবর্তী। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর দুটি নতুন ছবি। 'অপরিচিত' ও 'ভাগ্যলক্ষ্মী'। তার আগে, সোশ্যাল মিডিয়া নিয়ে কী ভাবছেন ঋত্বিক? এবিপি লাইভকে অভিনেতা জানালেন মনের কথা।
সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক আর নেতিবাচক প্রভাব কী দেখছেন ঋত্বিক? অভিনেতা বলছেন, 'সোশ্যাল মিডিয়া মানেই তো সবার কাছে পৌঁছে যাওয়া। এটা যেমন তার ইতিবাচক দিক, কিন্তু যে কোনও বিষয়েই, সব মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া সবসময়েই নেতিবাচক। 'পাবলিক পোস্ট' মানেই তো যে কোনও বিষয় নিয়ে সব মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে কোনও সিনেমা নিয়ে, যে কোনও বই নিয়ে, যে কোনও দর্শন নিয়ে সবার কাছে পৌঁছে যাওয়াটা বিপজ্জনক। চিরকালই ছিল, আজও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা পরিষ্কার চোখে দেখতে পাওয়া যায়।'
সদ্য সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল, ঋত্বিক নাকি দেবের 'খাদান'-এর সাফল্যে ঈর্ষান্বিত? সেই কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করেছেন? এই অভিযোগ কী সত্যি? খোদ ঋত্বিক বলছেন, 'আমার পোস্টে খাদান নিয়ে কোনও কথাই ছিল না। বাংলা সিনেমা নিয়ে কথা ছিল দু-রকম। একটা ছিল, চারটে সিনেমা চলছে, আপনার পছন্দমতো হলে গিয়ে দেখুন। আরেকটা ছিল, একদল মানুষ রয়েছেন, যাঁরা কিছু না বুঝে সিনেমা, কমার্স, বাণিজ্য নিয়ে কথা বলে। আমি জানি দেবের অনুরাগীদের এটা খারাপ লেগেছিল। আসলে ওখানে 'শিরায় শিরায় গর্ত' কথাটা ছিল বলে। ওটা আসলে দেবের অনুরাগীদের কাছে একটা মন্ত্রের মতো। কিন্তু আমি আসলে এটা এইভাবে ব্যখ্যা করতে পারি যে... ওটা লেখাটা অনেক মানুষকে আঘাত করবে আমার ধারণা ছিল না। আমি ওইভাবে না বলে, আরও ১০০ ভাবে কথাটাকে বলতে পারতাম। কিন্তু পাশাপাশি, কিছু মানুষ রয়েছেন যাঁরা কিস্যু না বুঝে, সিনেমা, ব্যবসা কমার্স নিয়ে কথা বলেন। তাঁরা আসলে ব্রেনলেস। এখনও ৪টে ছবি চলছে। ১০ তারিখ আরও দুটো ছবি মুক্তি পাবে। যেটা ভাল লাগবে, সেটাই দেখবেন।'
আরও পড়ুন: Deepika Padukone: 'ছবির সেটে থাকুক মনোবিদ', মানসিক স্বাস্থ্য নিয়ে ফের সওয়াল দীপিকার