কলকাতা: তিনি চিরকালই মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেন। বিভিন্ন সময়ে তিনি যে মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই কথা বলতে কখনও দ্বিধা করেননি তিনি। বারে বারেই বলেছেন, তিনি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। আর এবার, ছবির সেটেও যাতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকে, সেই পক্ষে সওয়াল করলেন, অভিনেত্রী দিপীকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর মতে, যদি ছবির সেটে কোনও চিকিৎসক উপস্থিত থাকতে পারেন, তাহলে কেন মনোবিদ উপস্থিত থাকবে না। যে কোনও শিল্পীর যাতে সমস্যা হলে তিনি মনোবিদের কাছে আসছে পারেন, সেটাই নিশ্চিত করতে চেয়েছেন দিপীকা।
'ওম শান্তি ওম' ছবির হাত ধরে বলিউডে তাঁর সফর শুরু। শাহরুখ খানের বিপরীতে প্রথম অভিনয়। তারপরে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ছবির অফার এসেছে তাঁর কাছে। ছবি সাফল্যের শিখর ছুঁয়েছে। তবে একটা সময়ে তিনি অবসাদে ডুবে গিয়েছিলেন। বলিউডে প্রেম আর সেই প্রেমের বিচ্ছেদের পরে অবসাদে চলে গিয়েছিলেন দীপিকা। সেই সময়ে দীপিকা অবসাদে চলে গিয়েছিলেন। সেই সময়ে নাকি তাঁকে বাঁচিয়েছিলেন তাঁর মা। দীপিকা বলেছিলেন, ঘুমের মধ্যে তাঁর অজানা আতঙ্ক কাজ করত। তিনি ঘুম থেকে উঠতে চাইতেন না। মনে হত ঘুমিয়ে থাকলেই জীবনের সমস্ত সমস্যা থেকে পালানো সম্ভব। তিনি মাকে প্রেম সংক্রান্ত, সমাজ সংক্রান্ত নানা প্রশ্ন করতেন যার কোনও উত্তর থাকত না তাঁর মায়ের কাছে। সেই সময়ে দীপিকার মা বুঝতে পেরেছিলেন, তাঁকে অবসাদ গ্রাস করেছে। মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ে কমে গিয়েছিল দীপিকার ছবির কাজও। একের পর এক কাজ তাঁর হাত থেকে চলে যেতে থাকে। তবে সেই সময় কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছিলেন দীপিকা। আবার তিনি একের পর এক হিট ছবি দিতে শুরু করেন।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে একটা কাজ করতে চান। তিনি প্রত্যেক সময়ে ছবির সেটে একজন মনোবিদ রাখতে চান। যাতে যে কোনও অভিনেতা অভিনেত্রী বা অন্য কোনও ক্রু মেম্বার সমস্যায় পড়লে তাঁর সঙ্গে এসে কথা বলতে পারেন। দীপিকা ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করতে চান বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন: Ram Charan: অল্লু অর্জুনের পরে রামচরণ, ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর