ফের বাবা হচ্ছেন অর্জুন রামপাল, শেয়ার করলেন অন্তঃস্বত্ত্বা প্রেমিকার ছবি
web desk, ABP Ananda | 24 Apr 2019 10:05 AM (IST)
এবার কী তবে গাঁটছড়া বাঁধবেন প্রেমিকার সঙ্গে? কী ভাবছেন অর্জুন? কী ভাবছেন তৃতীয় সন্তান নিয়ে?
মুম্বই: ২০১৮য় ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টানার কথা ঘোষণা করেন অর্জুন রামপাল। মেহের জেসিয়ার সঙ্গে সম্পর্ক ছেদের পর অর্জুনের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছিলই। এরই মধ্যে নতুন খবর। অর্জুন রামপালের দক্ষিণ আফ্রিকান প্রেমিকা মডেল-অভিনেত্রী গাব্রিয়েলা মাহতে চলেছেন! খবরটা প্রকাশ্যে এনেছেন অর্জুন নিজেই। ইনস্টাগ্রামে অক্ষয় শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে গাব্রিয়েলাকে। নজর কাড়ছে তাঁর বেবি-বাম্প! ছবির ক্যাপশনে বান্ধবীকে ভালবাসা জানিয়েছেন অর্জুন। লিখেছেন আবেগী বার্তা। গাব্রিয়েলাও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন একই ছবি। অর্জুন ও প্রাক্তন স্ত্রী মেহেরের দুটি সন্তান – মাহিকা ও মাইরা। তৃতীয়বারের জন্য বাবা হওয়ার জন্য প্রস্তুত অর্জুন। তাঁর বান্ধবী গাব্রিয়েলা ২০১৪য় 'সোনালি কেবল' নামে একটি ছবিতে আত্মপ্রকাশ করেন। তারপর তেলেগু ছবি 'উপরি'তেও ছোট একটি রোলে অভিনয় করেন তিনি।