এডিনবরা: জাদু-জগতের (magic) মায়া কাটিয়ে অন্য কোথাও পারি দিলেন (death) রুবিয়াস হ্যাগ্রিড (hagrid)। 'পটার সিরিজ'-র (harry potter) প্রথম ছবি থেকে হ্যাগ্রিড মানেই রবি কোলট্রেন (Robbie Coltrane)। গত কাল দুরন্ত অভিনেতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাই শোকস্তব্ধ গোটা 'মাগল দুনিয়া।'


হগওয়ার্ডসের অনন্য 'রক্ষক'...
জাদুস্কুলের রক্ষক হ্যাগ্রিডকে 'অর্ধেক মানুষ, অর্ধেক দৈত্য' হিসেবে কল্পনা করেছিলেন লেখিকা জে কে রোলিং। শোনা যায়, পর্দায় সেই চরিত্রে অভিনয়ের জন্য তাঁর প্রথম পছন্দই ছিল রবি কোলট্রেন-কে। বর্ণনার সঙ্গে অন্তত চেহারার কিছুটা মিল থাকা দরকার। তবে শুধু বাইরের মিল দিয়েই কি হ্যাগ্রিড হয়ে ওঠা যায়? এত বছর ধরে ৮ থেকে ৮০, সকলের মন কেড়ে নেওয়া যায়? হ্যারি পটারের মুখ্য চরিত্রাভিনেতা ড্যানিয়েল র্যডাক্লিফের স্মৃতিচারণা থেকে স্পষ্ট রবি-র জনপ্রিয়তার আসল কারণ। পর্দার হ্যারি বলেছেন, 'ওঁর মতো মজার মানুষ খুব কম দেখেছি। সেটে আমাদের ছোটদের মাতিয়ে রাখত। বিশেষত প্রিজনার অফ অ্যাজকাবান ছবিটি করার সময় তুমুল বৃষ্টির কারণে ঘণ্টার পর ঘণ্টা আমাদের যখন হ্যাগ্রিডস হাট-এ আটকে থাকতে হয়েছে, তখন বাচ্চাদের মন ভাল রাখতে দারুণ দারুণ গল্প বলতেন উনি। দুরন্ত অভিনেতা, সঙ্গে খুব ভাল মানুষ।' প্রায় এক কথা শোনা গিয়েছে এমা ওয়াটসনের মুখেও। হারমিওনে গ্রেঞ্জারের ভূমিকায় কোলট্রেনের পাশাপাশি অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁরও। শৈশবের সেই স্মৃতি ঘেঁটে অভিনেত্রী বললেন, 'সেটে আপনাকে যে রকম ভাবে পেয়েছি, সে রকম ভালমানুষ হতে পারলে সত্যি আপনার কথাই মনে পড়বে।' ট্যুইট করেছেন পটার-জননীও। লেখা, 'রবির ধারেকাছে যায় এমন কারও সঙ্গে আলাপ হবে বলে মনে হয় না। অনন্য ও স্বয়ংসম্পূর্ণ প্রতিভা...'


ফিরে দেখা...
স্কটিশ এই অভিনেতাকে তামাম বিনোদন জগৎ হ্যাগ্রিড হিসেবে মনে রাখলেও তাঁর অভিনয়ের কেরিয়ার কিন্তু বেশ লম্বা। ১৯৭৯ সালে 'প্লে ফর টুডে' শীর্ষক একটি টেলিভিশন সিরিজে প্রথম অভিনয় করেন রবি। তবে 'আ কিক আপ দ্য এইটিজ' কমেডি সিরিজের সৌজন্যে শিরোনামে আসা। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৭ সালে 'টুটি ফ্রুটি'-তে লিডিং রোল। কিন্তু আলাদা করে নজর কেড়েছিলেন 'ক্র্যাকার' সিরিজটিতে। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা ওই সিরিজে ডক্টর এডি ফিটজেরাল্ড নামে এক ক্রিমিনাল সাইকোলজিস্টের ভূমিকায় অভিনয় করে হইচই ফেলে দেন রবি। এই চরিত্রের জন্য পর পর তিন বার বাফটা পুরস্কার পান। সব মিলিয়ে ৭২ বছরের অভিনেতার ঝুলিতে সাফল্যের পালক কম নয়। তবে আবালবৃ্দ্ধবনিতা তাঁকে চেনে হ্যারির বিশ্বস্ত সঙ্গী, হগওয়ার্ডসের রক্ষক হিসেবে। দুই সন্তান ও স্ত্রীকে রেখে যিনি হয়তো বেরিয়ে পড়েছেন নতুন কোনও জাদুর খোঁজে, অনন্তের সন্ধানে। 


আরও পড়ুন:হাইকোর্টে প্রাথমিকে চাকরি চেয়ে ১ দিনে ১৪০০ আবেদন