করাচি: টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ ২-০ ফলে জিতে গেল পাকিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ সহজেই জিতে নেয় পাকিস্তান। তৃতীয় ম্যাচেও জয় পেল সরফরাজ আহমেদের দল।
সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার দানুশকা গুণতিলকা করেন ১৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান দাসুন শনাকার। তিনি করেন ৪৩ রান। শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৭ রান করে। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন।
পাকিস্তানের দুই ওপেনার ফকর জামান (৭৬) ও আবিদ আলি (৭৪) ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন। এরপর বাবর আজম ৩১ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ২৩ রান করেন। হ্যারিস সোহেল করেন ৫৬ রান। ইফতিকার আহমেদ ২৮ রানে অপরাজিত থাকেন। ৪৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।
ব্যর্থ গুণতিলকার শতরান, ফকর জামান-আবিদ আলির পাল্টা লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে একদিনের সিরিজ জয় পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 11:51 PM (IST)
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ সহজেই জিতে নেয় পাকিস্তান। তৃতীয় ম্যাচেও জয় পেল সরফরাজ আহমেদের দল।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -