মুম্বই: গত কয়েক বছরে রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত বেশ কয়েকটি ছবিতে আমরা পুলিশের চরিত্রে কখনও অজয় দেবগন (Ajay Devgn), কখনও রণবীর সিংহ (Ranveer Singh) কিংবা অক্ষয় কুমারকে (Akshay Kumar) দেখেছি। এবার সেই কপ ইউনিভার্সেই দেখা যেতে চলেছে কোনও বলিউড অভিনেত্রীকে। 'সিংঘম' ছবিতে বাজিরাও সিংঘম রূপে অজয় দেবগনই হোক কিংবা 'সিম্বা' ছবিতে সংগ্রাম সিম্বা ভালেরাও চরিত্রে রণবীর সিংহ অথবা হালফিলের 'সূর্যবংশী' ছবিতে বীর সূর্যবংশী রূপে অক্ষয় কুমার। এবার এই সমস্ত চরিত্রের মতোই রোহিত শেট্টির ছবিতে আসতে চলেছেন কোনও মহিলা চরিত্র। যাঁর ঝাঁঝ কিংবা অ্যাকশন কোনওটাই 'সিংঘম', 'সিম্বা' কিংবা 'সূর্যবংশীর' থেকে কম কিছু হবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ পরিচালক রোহিত শেট্টি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি জানালেন যে, তাঁর কপ ইউনিভার্স অসম্পূর্ণ থেকে যাবে যদি এই কপ ইউনিভার্সে কোনও মহিলা পুলিশের চরিত্র না থাকে। সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'মুখ্য চরিত্রে কোনও নারী চরিত্র কিংবা কোনও মহিলা পুলিস যদি আমার কপ ইউনিভার্সে না আসে, তাহলে তা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের এখনও অপেক্ষা করতে হচ্ছে। কারণ করোনা অতিমারির কারণে আমরা আমাদের জীবন থেকে দুটো বছর হারিয়ে ফেলেছি। আজ আমার ১৭তম ছবি নিয়ে আলোচনা করার কথা ছিল, ১৫ নম্বর ছবি নিয়ে নয়। প্রায় দু' বছর আগে 'সূর্যবংশী'র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সবই করোনার কারণে আটকে যায়। আমি কোনও স্বল্প দৈর্ঘ্যের কিংবা কাটছাঁট করে ছবি তৈরি করতে পারি না। চাইও না। আমার ছবি যখন কোনও নারী কেন্দ্রীক ছবি হবে, কিংবা কোনও মহিলা পুলিশ থাকবে, তখন তা 'সিংঘম' কিংবা 'সূর্যবংশী'-র থেকে কোনও অংশে কম হবে না। আজকের দিন পর্যন্ত আমি এখনও কোনও তেমন গল্প পাইনি। যা নিয়ে এমন একটা ছবি তৈরি করতে পারব। আজ চাহিদা রয়েছে বলে আমি যেকোনও গল্প নিয়ে তো আর ছবি তৈরি করতে পারি না।'
আরও পড়ুন - Bob Biswas Trailer Release: 'এক মিনিট'! কবে আসছে 'বব বিশ্বাস'?
প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাওয়া রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী' ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও রণবীর সিংহ এবং অজয় দেবগনকে দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।