মুম্বই:জানুয়ারি থেকেই বন্ধ উপার্জন। তার ওপর করোনাভাইরাস সংক্রমণের আবহে লকডাউনের জেরে বন্ধ ছিল শ্যুটিংও। ১০০টি পরিবারের দায়িত্ব নিতে নিজের বাড়ির জিনিস বিক্রি করতে হচ্ছে রণিত রায়কে!
করোনা পরিস্থিতি বহু মানুষের জীবিকা কেড়েছে। পরিযায়ী শ্রমিক থেকে বিভিন্ন সংস্থায় দেদার কর্মী ছাঁটাই আর্থিক সঙ্কটে ফেলেছে একাধিক মানুষকে। সেই তালিকা থেকে বাদ নয় বলিউড অভিনেতা রণিতও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি জানান সেই কথা।
রণিত লেখেন, তাঁর একটা ছোট্ট ব্যবসা ছিল। মার্চ থেকে তা বন্ধ। তিনি নিজে জানুয়ারি থেকেই কর্মহীন। তাঁর ওপর নির্ভরশীল বেশ কিছু পরিবারও। তাই সেইসব পরিবারের খরচ টানতে ও নিজের ব্যাবসার কর্মীদের অর্থসাহায্য করতে নিজের বাড়ির জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে তাঁকে।
তিনি লেখেন, 'আমার আর্থিক সামর্থ্য খুব বড় নয়। আমার টাকা প্রায় ফুরিয়ে আসছে। কিন্তু অনেক বিশাল বিশাল অফিস রয়েছে যেখানে বিলাসিতা করা হয়য এই পরিস্থিতিতে তাদের সাহায্য করা উচিত।'