কলকাতা: গ্রাহকদের সব সুবিধে অসুবিধে মাথায় রেখে টেলিকম সংস্থাগুলি বাজারে এনেছে নয়া রিচার্জ প্ল্যান। গ্রাহকদের সামনে এখন নানা অপশন। বাজেট যদি কম হয়, তাহলেও কুছ পরোয়া নেই, জিও, এয়ারটেল আর ভোডাফোন দুর্দান্ত সব অফার নিয়ে এসেছে আপনার জন্য।


এয়ারটেলের ১০০ টাকারও কম সেরা প্ল্যান

এয়ারটেলের সব থেকে সস্তা প্ল্যান শুরু হচ্ছে মাত্র ১৯ টাকায়। একে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করতে পারবেন, সঙ্গে ২০০এমবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২ দিনের জন্য। এছাড়া রয়েছে ৭৯ টাকার স্মার্ট রিচার্জের প্ল্যান। ৪৯ টাকার প্ল্যানে ৩৮.৫২ টাকার টকটাইম রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য। এতে ১০০ এমবি ডেটা পাওয়া যায়।

জিওর ১০০ টাকার কমে সেরা প্ল্যান

জিওর ২১ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা ও নন-জিও নেটওয়ার্কে ফোন করার জন্য ২০০ মিনিট পাওয়া যাচ্ছে। ৫১ টাকার ডেটা ভাউচারে ৬জিবি ডেটা আর নন-জিও কলিংয়ের জন্য ৫০০ মিনিট। ৭৫ টাকার প্ল্যানে ৩জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর ভ্যালিডিটি ২৮ দিনের। এছাড়া রোজ ৫০০ এসএমএস ফ্রি। এতে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলি ও অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট ফোন করার সুবিধে পাওয়া যাচ্ছে।

ভোডাফোনের ১০০ টাকার কম প্ল্যান

ভোডাফোনের ১৯ টাকার প্ল্যানে ২ দিনের ভ্যালিডিটি রয়েছে। এতে পাওয়া যাচ্ছে ০০এমবি ডেটা। এছাড়া এতে ভোডাফোন প্লে ও জি৫-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।