লখনউ: শীতের (Winetr) আমেজ শেষ। মার্চের শেষেই দেশে ঊর্ধ্বমুখী পারদ। মৌসম ভবনের তরফে বলা হয়েছে এবছর রেকর্ড গরম দেখতে পারে ভারতের একাধিক রাজ্য। মার্চের শেষেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। সেই আবহে সেজে উঠেছেন রামলালাও। ২০ জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের পর থেকেই রামলালাকে নানা অঙ্গরাগে সাজানো হয়েছিল। দোলের দিনও নতুনভাবে রঙিন সাজে সাজিয়ে তোলা হয়েছিল রামলালাকে (Ram lalla)।
এবার গরমেও রামলালার জন্য বিশেষ সাজের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানান হয়েছে শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে। রাম মন্দিরের তরফে বলা হয়েছে, গরমের দিনে রামলালাও যাতে আরামে থাকেন সেই কারণে তাঁকে কটনের জামা পরানো হবে। কটন বস্ত্র পরানো হবে গরমের কথা মাথায় রেখে।
শনিবারই রামলালাকে এই বস্ত্র পরিধান করানো হয়। সেই বস্ত্র মূলত হ্যান্ডলুম কটনের মলমলের। প্রাকৃতিক উপায়ে তৈরি ইন্ডিগো রং ব্যবহার করে এই কটনের বস্ত্রটি তৈরি করা হয়েছে।
রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, যেভাবে গরম বাড়ছে এখানে রামলালাও সেই গরমে অস্থির হয়ে উঠেছেন। তাই সুতির কাপর পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গর্ভগৃহে এখন পর্যন্ত কোনও পাখা বা শীতাতপ নিয়ন্ত্রক নেই। তাই রামলালার যাতে গরমে কষ্ট না হয়, তাই এই সিদ্ধান্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে