কলকাতা: লাল শাড়ি, মাথায় ফুলের সাজ, গায়ে ভারি গয়না। বিশাল এক বাড়িতে আয়নার সামনে দাঁড়িতে নিজেকে সাজিয়ে তুলছেন রুকমা রায় (Rukma Roy)। বাইরে অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে। গোটা বাড়ি জুড়ে যেন হলুদ হলুদ আলোর মায়া। একটা ফোন আসে তাঁর কাছে। হাসি হাসি মুখে রুকমা বলে ওঠেন, 'এই তো, বৃষ্টিটা ধরে গেলেই আসছি।'


 


রহস্যে মোড়া লালকুঠি


হঠাৎই কার ছায়া দেওয়ালে? চমকে উঠে পিছনে ফিরতেই সশব্দে দরজা বন্ধ। ভয়ে স্বর আটকে আসে রুকমার। হঠাৎ তাঁর পাশে দরজায় এসে বিঁধে যায় রক্তমাখা একটা ভোজালি! তারপর? মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একমুঠো রহস্য ছড়িয়ে দিলেন রুকমা রায়। জি বাংলায় নতুন ধারাবাহিক 'লালকুঠি' নিয়ে ফিরছেন তিনি। কেন্দ্রিয় চরিত্রে যে রুকমা রয়েছেন, তা স্পষ্ট ধারাবাহিকের প্রথম ঝলকেই। 


রুকমার বিপরীতে কে?


ধারাবাহিকে রুকমার বিপরীতে কে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেই আশা করছেন, 'দেশের মাটি'-র পুরনো জুটি অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জুটি বেঁধে ফিরছেন রুকমা। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী থেকে শুরু করে চ্যানেল, পরিচালকও। প্রোমোতে প্রকাশ করা হয়নি পরিচালক বা প্রযোজকের নামও। 


আরও পড়ুন: মাকে হারিয়ে শোকস্তব্ধ, দুঃসময়ে শুধু পরিবারের সঙ্গেই থাকতে চাইছেন যশ


ঝলক দেখে স্পষ্ট, বড় পর্দা, সিরিজের অতি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতেও। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা এখানেও। একই সঙ্গে আরও একটি জিনিস মনে করিয়ে দিয়েছে। ১৯৭৮ সালের দ্বিভাষিক ছবি ‘লালকুঠি’র কথা। কনক মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি এবং বাংলায় তৈরি হয়েছিল বিখ্যাত ছবিটি। যা আদতে ভৌতিক মনে হলেও শেষে দর্শকেরা জানতে পারবেন, পুরোটাই রহস্য কাহিনি!


টেলিপাড়ায় চাউর, নতুন ধারাবাহিক ‘লালকুঠি’র প্রযোজক সুরিন্দর ফিল্মস। সব ঠিক থাকলে ধারাবাহিক পরিচালনা করবেন 'মহাপীঠ তারাপীঠ'-খ্যাত পরিচালক শুভেন্দু চক্রবর্তী।  প্রচার ঝলকে ব্যবহৃত হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় ‘ঘুম ঘুম চাঁদ’ গানটি। অনুরাগীদের ধারণা, সম্ভবত গানটি গেয়েছেন রুকমা নিজেই।


">