কলকাতা: প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dashgupta) মা জয়তী দাশগুপ্ত (Jayati Dashgupta। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মায়ের প্রয়াণে শোকাহত অভিনেতা ও তাঁর পরিবার। তাঁরা আর্জি জানিয়েছেন এই কঠিন সময়ে যেন কেউ তাঁদের ব্যক্তিগত পরিসর বিঘ্নিত না করেন।


মা-কে নিয়ে যশের লেখা...


সোশ্যাল মিডিয়ায় নারীদিবসে মাকে নিয়ে লম্বা পোস্ট লিখেছিলেন যশ। মায়ের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ছবিও। নারীদিবসে যশ লিখেছিলেন, 'নারীদিবস নিয়ে কথা বলার জন্য আমি হয়ত কেউই নয়। কিন্তু নারী হল সে যে আমাদের জন্ম থেকে আমাদের নিজের হাতে করে মানুষ করে তোলেন। আমাদের নীতিবোধ শেখান, শিখিয়ে দেন দুনিয়ার সঙ্গে কী করে লড়াই করতে হয়। জীবনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তৈরি করে দেয় তার জন্যও। একজন পুরুষ হিসেবে একজন মেয়েকে বোঝা খুব কঠিন। তাদের মনকেও খুব বোঝা কঠিন। একজন নারী কিভাবে এতটা সামলাতে পারে, এতটা সহনশীল হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। একজন নারী কিন্তু নিজেই নিজের সমস্ত কাজ করে নিতে পারে এবং সেটা আত্মবিশ্বাসের সঙ্গেই। বাড়ির রান্না থেকে শুরু করে বাড়ি পরিষ্কার করা, সবটাই সে সামলায় একা হাতে।


আরও পড়ুন: আমিরের 'পিকে', রজনীকান্তের '২.০'-র রেকর্ড ভেঙে বক্সঅফিসে ঝড় চালাচ্ছে 'আরআরআর'


একটা কথা প্রচলিত রয়েছে। যদি একজন পুরুষকে শিক্ষিত করো, তাহলে তুমি করব একটি পুরুষকেই শিক্ষিত করছো। কিন্তু যদি একজন মেয়েকে শিক্ষিত করো, তাহলে তুমি তোমার পুরো প্রজন্মকে শিক্ষিত করছো। একজন নারীর জন্ম দেওয়া কোনও অভিশাপ নয় বরং আশীর্বাদ। একজন নারীর থেকে আমাদের শেখা উচিত কীভাবে অপরকে উৎসাহ দিতে হয় এবং নিজেকেও উদ্বুদ্ধ রাখতে হয়। সমস্ত মহিলাকে কুর্নিশ যাঁরা ব্যক্তিগত ও কাজের জায়গায় ক্রমাগত নিজেদের ক্ষমতার পরিচয় দিয়ে চলেছেন। কেবল নারীদিবসে নয়, জীবনে প্রতিটা দিন আমি আমার জীবনে থাকা সব নারীদের কাছে কৃতজ্ঞ।'