অতসী মুখোপাধ্য়ায়, কলকাতা:  রূপ নয়, মনের মানুষের ক্ষেত্রে গুণই বিচার্য। ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এর কাহিনি সেই বার্তাই তো দিচ্ছে। পূর্ণার চরিত্রে রুকমা রায় (Rooqma Ray) এবং রূপের চরিত্রে দেবায়ন ভট্টাচার্য (Debayan Bhattachariya) অভিনয় করছেন এই ধারাবাহিকে। সাজঘরে বসে এই ধারাবাহিক নিয়ে নিজেদের মনের কথা শোনালেন তাঁরা। ঠিক কী উঠি এল এই আড্ডায়?


রুকমা জানালেন, এই ধারাবাহিক অর্থাৎ 'রূপসাগরে মনের মানুষ'-এর মূল বার্তা হল একজন মানুষকে বিচার করুন তাঁর গুন দেখে। রূপ দেখে নয়। তাঁর চরিত্র পূর্ণা এইভাবেই ভাবে। পাশাপাশি বাস্তব জীবনেই পূর্ণার এই ভাবনার সঙ্গে একমত রুকমা (Rooqma Ray)। 


তিনি (Rooqma Ray)জানান, একজন দেখতে ভাল পুরুষ যদি মানুষ হিসেবে ভাল না হয়, সে যদি অন্য়ের প্রয়োজনে সাহায্য়ের হাত বাড়িয়ে না দেয়, তাহলে সে তাঁর কাছে কাম্য় পুরুষ হয়ে উঠতে পারবে না। রুকমার (Rooqma Ray)স্পষ্ট বক্তব্য় ভাল মনের মানুষ হওয়াটাই তাঁর কাছে প্রধান বিষয়।


আরও পড়ুন...


সিরিজ দেখার নেশায় উড়েছে রাতের ঘুম? বিঞ্জ ওয়াচিংয়ের প্রতি আসক্তি কমাতে কী কী করতে পারেন, রইল তালিকা


এর পাশাপাশি এবিপি আনন্দর সঙ্গে আড্ডায় উঠে এল আরও একাধিক প্রসঙ্গ। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা হলে তাঁকে কী প্রশ্ন করতে চাইবেন রুকমা। এই প্রশ্নের উত্তরে তিনি জানান, দীপিকা সুন্দর চেহারার রহস্য় সম্পর্কে জানতে চাইবেন তিনি। অন্য়দিকে, শাহরুখ খানের সঙ্গে দেখা হলে, অভিনেত্রী জানতে চাইবেন, তাঁকে দেখে কিং খানের প্রেম জাগে কিনা। 


অন্য়দিকে এই আড্ডায় রুকমার সঙ্গে যোগ দিয়েছিলেন এই ধারাবাহিকের অন্য়তম মুখ্য় চরিত্র দেবায়ন ভট্টাচার্য (Debayan Bhattachariya) । এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রূপ। এই ডেলিসোপে তাঁর চরিত্রের বিষয়ে কথা বলতে বলতে তিনি (Debayan Bhattachariya) জানালেন, নিজের অতীতের কথাও।


উল্লেখ্য়, 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে, পূর্ণা তার বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তার এক মাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে? সে কি খুঁজে পাবে তার মনের মানুষকে? কী হবে পূর্ণার স্বপ্নের? এই প্রশ্নের উত্তরই মিলবে এই ধারাবাহিকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial