নয়াদিল্লি: মুক্তির পর থেকে সিনে দুনিয়ায় ঝড় তুলেছে একের পর এক দক্ষিণী ছবি (South Indian Movies)। অল্লু অর্জুনের 'পুষ্পা' (Pushpa), এস এস রাজামৌলির 'আর আর আর' (RRR) বা হালে মুক্তি পাওয়া যশের 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2)। 


দাপিয়ে ব্যবসা 'আর আর আর'


আপাতত 'কে জি এফ: চ্যাপ্টার ২' ঝড় তুললেও রেকর্ড অব্যাহত 'আর আর আর'-এর। তেলুগু, তামিল, হিন্দি, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। মুক্তির দিনেই সর্বোচ্চ ব্যবসা করার পালক এখনও 'আর আর আর' ছবিরই মুকুটে। প্রথম দিনে দেশজুড়ে এই ছবি ব্যবসা করে মোট ১৫৮.৬ কোটি টাকার। 'কে জি এফ: চ্যাপ্টার ২' প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করলেও টপকাতে পারেনি 'আর আর আর'কে। যশের ব্লকবাস্টার প্রথম দিন প্রেক্ষাগৃহে ১৩৪.৫ কোটির ব্যবসা করে। ছুটির দিনে মুক্তি পেলেও 'আর আর আর'-এর রেকর্ড ভাঙতে পারল না 'কে জি এফ: চ্যাপ্টার ২'। 


 






'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন-


অন্যদিকে শনিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্য়াপ্টার টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, মাত্র দুদিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তরণ আদর্শ লেখেন, 'এটা যেন সুনামি চলছে। দ্বিতীয় দিনেও বল বাউন্ডারির বাইরে। যেকোনও ছবির থেকে বেশি ট্রেন্ডিং হচ্ছে। এমনকি পিছনে ফেলে দিয়েছে 'বাহুবলী টু' এবং 'দঙ্গল'কেও। অসাধারণ পারফরম্যান্স। প্রথমদিন 'কেজিএফ টু' হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন ছিল ৫৩.৯৫ কোটি টাকার। দ্বিতীয় দিন ৪৬.৭৯ কোটি টাকার। দুদিনে মোট ব্যবসা করল ১০০.৭৪ কোটি টাকার। সপ্তাহ শেষে আশা করা যাচ্ছে ১৮৫ কোটি পেরিয়ে যাবে।'


আরও পড়ুন: Madhavan Son Wins Silver: রুপোর পদক জয় সাঁতারু বেদান্তের, গর্বিত বাবা আর মাধবন