মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'আরআরআর' (RRR)। 'বাহুবলী' পরিচালক রাজামৌলির এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে প্রতিদিন। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই প্রত্যাশা ছিল। আর মুক্তি পাওয়ার পর সেই প্রত্যাশার প্রভাব পড়তে শুরু করে। মাত্র এক সপ্তাহেই বিপুল পরিমাণ ব্যবসা করে ফেলেছে এই ছবি।


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আরআরআর' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, মাত্র এক সপ্তাহেই ৭১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। যদিও এই সংখ্যা 'আরআরআর' ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, হিন্দি, মালায়লম এবং আরও বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। ফলে ব্যবসাও হয়েছে ব্যাপক। ভারতেই এই ছবি ব্যবসা করে ফেলেছে এক সপ্তাহে ৫৬০ কোটি টাকার। বাকিটা দেশের বাইরে।


আরও পড়ুন - Choreographer Ganesh Acharya: গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পেশ চার্জশিট


তরণ আদর্শ আরও একটি পোস্ট করেছেন। যার মাধ্যমে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির পর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে হিন্দি ভাষায় ব্যবসা করা ছবির তালিকায় শীর্ষে কোন কোন ছবি রয়েছে। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, করোনা পরবর্তী সময়ে যখন দেশের বহু জায়গাতেই ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা নয়, তখন যে ছবিগুলি মুক্তি পেয়েছে, তাদের মধ্যে প্রথম সপ্তাহে সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকার শীর্ষে রয়েছে 'আরআরআর'। ছবিটি হিন্দি ভাষায় ব্যবসা করেছে প্রথম সপ্তাহে ১৩২.৫৯ কোটি টাকার। দ্বিতীয় স্থানে রয়েছে 'সূর্যবংশী'। পরবর্তী তিনটি ছবি যথাক্রমে 'দ্য কাশ্মীর ফাইলস', 'এইট্টি থ্রি' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি।'


প্রসঙ্গত, 'আরআরআর' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট এবং অজয় দেবগনকে। পরিচালক রাজামৌলির এই ছবি বক্স অফিসে 'বাহুবলী'কেও টেক্কা দিয়েছে।