RRR: 'RRR'-এর মুকুটে নতুন পালক, জাপানে রেকর্ড আয় এই ছবির

RRR: আবারও রেকর্ড তৈরি করল এসএস রাজমৌলির ম্যাগনাম ওপাস RRR।

Continues below advertisement

কলকাতা: তাঁদের হাত ধরে অস্কার (Oscars 2023) এসেছে ভারতে। ভারতীয় প্রযোজনায় 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। আর এবার ফের নতুন রেকর্ড গড়ল এসএস রাজমৌলির এই ম্যাগনাম ওপাস। সূত্রের খবর অনুযায়ী, জাপানে এবার সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এই ছবি। গত ২১শে অক্টোবর জাপানে মুক্তি পায় RRR। জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১টি আইম্যাক্সে রমরম করে চলছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। শোনাযাচ্ছে, এরইমধ্য়ে জাপানে ৮০ কোটির ব্য়বসা করে ফেলেছে RRR। 

Continues below advertisement

চিত্রপরিচালক এসএস রাজামৌলির RRR-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল শেয়ার করে এই খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

আরও পড়ুন...

Bonny Sengupta: টলিপাড়া পর্যন্ত গড়িয়েছে দুর্নীতির জল, হাত বদলে মুম্বই পৌঁছে গিয়েছে বনির গাড়িও

প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে। 

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন। 

অন্য়দিকে, নাটু নাটু গানটি অস্কার জেতার পর, এস এস রাজামৌলির লস অ্যাঞ্জেলসের বাড়িতে জমিয়ে পার্টি করলেন 'আর আর আর' টিমের প্রত্যেকে। মুখে চওড়া হাসি ছিল গৃহকর্তার। রাম চরণের স্ত্রী উপাসনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। স্বভাবতই তাঁর পোস্ট করা ছবি দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরাও। একটি ভিডিওয় দেখা গেছিল এম এম কীরাবাণী পিয়ানো বাজাচ্ছেন এবং উপস্থিত সকলেই সেই সুরে গলা মেলাচ্ছেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola