নয়াদিল্লি: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলায়েক (Rubina Dilaik) আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে। আগেই সেই খবর শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল তাঁর প্রথম ছবি 'অর্ধ'-এ (Ardh) তাঁর প্রথম লুক। এই ছবিতে প্রথম কাজ করছেন রুবিনা। এছাড়া সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলও (Palaash Muchchal) এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন।
ছবিতে মধু চরিত্রে অভিনয় করেছেন রুবিনা। ইনস্টাগ্রামে নিজের প্রথম লুক পোস্টার শেয়ার করে, অভিনেত্রী লিখেছেন, "মধু" হিসাবে আমার প্রথম লুক শেয়ার করার জন্য মহা শিবরাত্রির চেয়ে ভাল দিন আর কী হতে পারে!...হর হর মহাদেব।'
পোস্টারে, রুবিনাকে একজন সাধারণ ভারতীয় বিবাহিত মহিলার অবতারে দেখা যাচ্ছে। শাড়ি পরা এবং চুড়ি, মঙ্গলসূত্র এবং সিঁদুরে সজ্জিত। পোস্টারটি মুম্বইয়ের ল্যান্ডস্কেপে দেখানো হয়েছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে যুদ্ধের বলি ভারতীয় পড়ুয়া, ট্যুইটে শোকপ্রকাশ ফারহান আখতারের
এর আগে, নির্মাতারা রাজপাল যাদবের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছিলেন। ছবিতে তিনি একজন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেছেন। রাজপাল যাদবের এই অবতার নজরকাড়া। তাঁকে শাড়ি পরে এবং লম্বা চুলে দেখা যায়।