কলকাতা: শেষ হল 'আয় খুকু আয়'-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবর দিলেন দিতিপ্রিয়া রায়। এই প্রথম বড়পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন দিতিপ্রিয়া। 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
এই ছবির লুক প্রকাশ থেকেই ছিল চমক। মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা একটা মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং শুরুর দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছিলেন প্রসেনজিৎ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত 'আয় খুকু আয়' ছক ভাঙছে অনেকদিন থেকেই। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। নিজের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়ার লুকও। কলমকারি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার লুকের রয়েছে সাদামাটা মেয়ের ছোঁয়া। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
আরও পড়ুন: অনুরাগীদের জন্য শিবরাত্রির শুভেচ্ছা পাঠালেন হেমা মালিনী
এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে। নেটিজেনদের আসা, আরও অন্যরকম লুকেও এই ছবিতে দেখা যাবে তাঁকে। প্রকাশ পাওয়া ছবির লোগো জুড়ে ছিল গাছকৌটো, চন্দন আর কুমকুম। পরিচালক জানিয়েছেন, ছবির গল্পে জড়িয়ে রয়েছে বিয়ের ঘটনাও। তবে ঝাঁ চকচকে শহুরে গল্প নয় 'আয় খুকু আয়'। শহরতলির সাধারণ পরিবারের বাবা মেয়ের সম্পর্কের গল্পই বলবে শৌভিক কুণ্ডুর নতুন এই ছবি।
আজ সোশ্যাল মিডিয়ায় সেটের সবার সঙ্গে ছবি শেয়ার করে শ্যুটিং শেষ হওয়ার খবর নিজেই দেন দিতিপ্রিয়া।