Entertainment News: মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে ‘সো লং ভ্যালি’ ছবির প্রিমিয়ারে বিরাট হইচই, তোলপাড় গোটা প্রেক্ষাগৃহে। এই ছবির প্রিমিয়ারে এসেই অভিনেত্রী রুচি গুর্জর ছবির প্রযোজক ও অভিনেতা মান সিংকে জুতো খুলে মারতে (Ruchi Gujjar) শুরু করেন, সিনেপলিস প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা দেখা দেয়। ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিয়ো। আর এই বাকবিতণ্ডা চলার সময়েই আরেক প্রযোজক করণ সিং চৌহানের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন অভিনেত্রী রুচি গুর্জর।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রুচি গুর্জর তর্ক-বিতর্কের সময় জোরে চিৎকার করছেন, আর তারপরেই মেজাজ হারিয়ে ফেলে নিজের জুতো খুলে এক প্রযোজককে মেরে বসেন। তাঁকে দেখে মনেই হচ্ছে যে তিনি ঝামেলা করার জন্যই এই প্রেক্ষাগৃহে এসেছিলেন। ছবির বিশেষ স্ক্রিনিংয়ের সময় সেখানে ছবির প্রযোজকরা উপস্থিত ছিলেন, রুচি তখনই একদল বিক্ষোভকারীর সঙ্গে প্রেক্ষাগৃহে এসে উপস্থিত হন। রুচির সঙ্গে থাকা লোকেরা প্রযোজক মান সিংয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের হাতে প্রযোজকদের ছবি দেওয়া প্ল্যাকার্ড ছিল এবং সেগুলিতে প্রযোজকের মুখে লাল ক্রস চিহ্ন আঁকা ছিল। এমন কিছু কিছু পোস্টার ছিল যেখানে প্রযোজকরা গাধার পিঠে বসে আছেন।
রুচি জানিয়েছেন যে করণ সিং চৌহান তাঁর সঙ্গে গত বছর যোগাযোগ করেছিলেন, এবং দাবি করেছিলেন যে তিনি একটি হিন্দি টেলিভিশন ধারাবাহিক প্রযোজনা করছেন যা শীঘ্রই সোনি টিভিতে সম্প্রচারিত হবে। সেই ধারাবাহিকে সহ প্রযোজক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রুচি গুর্জর। প্রজেক্টের সমস্ত নথিও তাঁকে নাকি পাঠানো হয়েছিল। এই অফারে বিশ্বাস করে রুচি জানান যে তিনি ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত তাঁর সংস্থা এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের কাছ থেকে বেশ কিছু টাকা চৌহানের কে স্টুডিয়োর অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। তবে এই প্রকল্প বাস্তুবায়িত হয়নি। বারবার চৌহানের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সেই প্রযোজক, দাবি করেছেন রুচি গুর্জর।
পরে রুচি জানান সংবাদমাধ্যমে যে তিনি জানতে পারেন এই টাকা সেই টেলিভিশন ধারাবাহিকের জন্য নয়, বরং ব্যবহার করা হয়েছে ছবি ‘সো লং ভ্যালি’র জন্য। তাঁর কথায়, আমি যখন জানতে পারি যে এই ছবিটি ২৭ জুলাই মুক্তি পাবে আমি তখন তাঁর থেকে টাকা ফেরত চাই আর সেই সময় সে আমাকে হুমকি দিতে শুরু করে।’ মুম্বই পুলিশের কাছে ২৫ লক্ষ টাকা তছরূপের দায়ে চৌহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রুচি গুর্জর। এই দাবির সমর্থনে নিজের ব্যাঙ্কের রেকর্ড ও সমস্ত নথি জমা করেছেন রুচি। আবার অন্যদিকে ‘সো লং ভ্যালি’ ছবির প্রযোজক মান সিংয়ের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের আম্বোলি পুলিশ রুচি গুর্জর সহ আরও ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।