কলকাতা: হলভর্তি দর্শক। রমরম করে চলছে 'গদর টু'-এর শো। হঠাৎই প্রেক্ষাগৃহের বাইরে তীব্র বিস্ফোরণের শব্দ। এই ঘটনাই ঘটল বিহারের পাটনায়। জানাযাচ্ছে, এই ছবির টিকিট নিয়ে কালোবাজারি করছিল কয়েকজন। আজ শো চলাকালীন তারা এই বোমা বিস্ফোরণ ঘটায়। ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন দুই ব্য়ক্তিকে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পাটনার রিজেন্ট নামক একটি প্রেক্ষাগৃহের বাইরে আজ এই ঘটনা ঘটে। সিনেমা হলের মালিক সুমন সিনহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ' গদর টু-এর টিকিট কালোবাজারি করতে চেয়েছিলেন এমন কিছু লোক এই ঘটনা ঘটিয়েছে।'
তিনি আরও বলেন, 'কয়েকজন ভুল উদ্দেশ্য় নিয়ে আসে, তারা চাইছিল যে আমরা তাদের সিনেমার টিকিট কালোবাজারি করতে দিই। কিন্তু আমরা সেটার অনুমতি দিই নি। আমরা চাই প্রতিটি টিকিট জনগণকে দেওয়া হোক। এরা হলের কর্মীদের মারধর করারও চেষ্টা করেছিল। স্বস্তির বিষয় এটাই যে কোনও হতাহতের খবর ঘটেনি। আমরা চাই এদের উপযুক্ত শাস্তি হোক।”
আরও পড়ুন...
বেশি বয়সেও ত্বক থাকবে টানটান, সুস্থ-সবল থাকতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলবেন?
উল্লেখ্য়, মুক্তির দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। স্বাধীনতা দিবসে এই ছবি প্রায় ৫৫ কোটি টাকা আয় করেছিল। শেষ পাওয়া হিসেব অনুযায়ী, বুধবার 'গদর ২' ৩৪.৫০ কোটি টাকা আয় করেছে। ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬৩.৪৮ কোটি টাকায়। মনে করা হচ্ছে আয়ের পরিমাণ ফের বাড়বে এবং সহজেই এবার ৩০০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে এই ছবি। ইতিমধ্যেই ২৫০ কোটির গণ্ডি অনায়াসে পেরিয়ে গেছে এই ছবি।
প্রথম দিনেই 'গদর ২' তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নেয় এবং এই আয়ের ৮৬ শতাংশই আসে সন্ধ্যার শো থেকে। এই ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' ও রজনীকান্তের 'জেলার'। তাতেও দমানো যায়নি সানি দেওলকে। চলতি বছরে এখনও মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছিল শাহরুখ খানের 'পাঠান'। তারপরেই তালিকায় নাম ওঠে সানি দেওলের 'গদর ২' ছবির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন