কলকাতা: 'বিবাহ অভিযান ২'-এর শ্যুটিং করতে তাইল্যান্ডে পাড়ি দিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyy) ও সৌরভ দাস (Sourav Das)। সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করে নিয়েছেন রুদ্রনীল ঘোষ। এই প্রথম শ্যুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দিলেন অনির্বাণ।                                                                                                                       


মজার মোড়কে ফের কয়েকটি জুটির প্রেমের গল্প। সৌমিক হালদারের পরিচালনায় আসছে নতুন ছবি, 'আবার বিবাহ অভিযান'। ২০১৯ সালে 'বিবাহ অভিযান' ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। নজর কেড়েছিল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর অভিনয়। নতুন ছবিতেও দেখা যাবে এই জুটিকে।                                                                 


আরও পড়ুন: Aindrila Sharma News: যেন সব্যসাচীই ফেরাতে পারেন ঐন্দ্রিলাকে, প্রোফাইলে নিজের বদলে 'বামাক্ষ্যাপা'-র ছবি দিলেন জিতু


এই ছবির শ্যুটিং হবে তাইল্যান্ড ও কলকাতার কিছু অংশে। প্রথম ছবির মতোই এই ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), নুসরত ফারিহা (Nusrat Fariaa), সোহিনী সরকার (Sohini Sarkar), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।


এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ প্রযোজনা সংস্থা। পরিচালক ও প্রযোজনা সংস্থার দাবি, প্রথম ছবির পর দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছিলেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের মনে ধরেছিল নির্মল সেনের এই ছবি। আর এই প্রতিক্রিয়ার জন্যই 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়েলের পরিকল্পনা করেন পরিচালক ও প্রযোজনা সংস্থা।