কলকাতা: সাদা কালো ছবিতে হাতে হাত রেখে হেঁটে চলেছেন ২ জন। দূরে পাহাড়, দুই ব্যক্তির গায়ে শীত পোশাক। ক্যাপশানে লেখা, 'আমি সবচেয়ে খুশি হই তখন, যখন তুমি খুশি থাকো। শুভ জন্মদিন রুক্মিণী মৈত্র।'
আজ প্রেমিকার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে নিলেন অভিনেতা দেব। হামেশাই দেশের বাইরে ঘুরতে যান দেব ও রুক্মিণী। এই ছবিও তেমনই কোনও একটা সফরের। হাতে হাত রেখে জন্মদিনে যেন দেবের বার্তা, প্রেমিক রুক্মিণীর সঙ্গেই তিনি হেটে যাবেন সারা জীবন।
সদ্য মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী জুটির ছবি 'কিশমিশ'। সাফল্যের মুখ দেখেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকদের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।
পর্দার বাইরে ঠিক কেমন দেব-রুক্মিণীর সম্পর্ক? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রুক্মিণী বলেছিলেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা! ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'
কিন্তু, ভালোবাসার মানুষ.. খুব বেশি অভিযোগ করতে আবার নারাজ রুক্মিণীর প্রেমিকা সত্তা। আলতো গলায় শেষে বলেছিলেন, 'আসলে আমার থেকেও বেশি দেব আমার ক্ষমতাটা বোঝে। আমি বিশ্বাস করতাম না যে আমি অভিনয় করতে পারি। এখনও জানি না পারি কী পারি না, কিন্তু দেবের সেই বিশ্বাসটা রয়েছে যে আমি পারি। আমায় অনেক ছোট থেকে দেব দেখে আসছে। ও কিছু বুঝেছিল বলেই আমায় জোর করেছিল অভিনয় করার জন্য। অভিজ্ঞতার কারণে ও মানুষের মধ্যে এমন জিনিস দেখতে পায় যেটা সে হয়ত নিজেই জানে না।'