কলকাতা: আজ, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি শেয়ার করে কার্যত তাক লাগিয়ে দিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এরিয়াল যোগা-র বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। অন্যদিকে, বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical Glitch) জের। মাঝপথে জরুরি অবতরণ করানো হল এয়ার ভিস্তারার (Air Vistara) একটি বিমানের যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। মুম্বই থেকে হায়দরাবাদ ফেরার পথে এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী শ্রদ্ধা দাস (Shraddha Das)। দিনভর আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।


 


রবিবারে আলস্যে নয়, শূন্যে ঝুলে বিশেষ শরীরচর্চায় মগ্ন রুক্মিণী, কী এর বিশেষত্ব?


অভিনয়ের পাশাপাশি তিনি কড়া নজর দেন শরীরচর্চাতেও। তাঁর কেরিয়ারে আসা মডেলিংয়ের হাত ধরে, তারপরে অভিনয়। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি শেয়ার করে কার্যত তাক লাগিয়ে দিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এরিয়াল যোগা-র বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের মধ্যে জনপ্রিয় হলেও এই এরিয়াল যোগা বেশ কঠিন। একটি বিশেষ ধরণের কাপড়ে সাহায্যে, শূন্যে ব্যালেন্স করে এই যোগা করতে হয়। অনেকেই এই যোগার ওপর ভিত্তি করে বিভিন্ন ডান্স পারফরম্যান্সও পরিকল্পনা করেন। সোশ্যাল মিডিয়ায় এই এরিয়াল যোগার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে রুক্মিণী লিখেছেন, 'রবিবারের মোটিভেশন: ধৈর্য ধরুন, জীবনে ভারসাম্য আসবেই'। কালো পোশাকে যোগভ্যাসে মগ্ন রুক্মিণী। আর তাঁর এই ছবি দেখে অনুরাগীরা অনেকে লিখেছেন, 'দেবদাও হার মানবে তোমার ছবি দেখে'। 


 






 


যান্ত্রিক গোলযোগের জেরে বিমানের জরুরি অবতরণ, 'মৃত্যুর হাত থেকে রক্ষা' রশ্মিকার


বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical Glitch) জের। মাঝপথে জরুরি অবতরণ করানো হল এয়ার ভিস্তারার (Air Vistara) একটি বিমানের যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। মুম্বই থেকে হায়দরাবাদ ফেরার পথে এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী শ্রদ্ধা দাস (Shraddha Das)। ঝাঁকুনি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান উড়ান নেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মুম্বইতে ফিরে আসতে বাধ্য হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে ফেরত আসার সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিমান সংস্থার তরফে বলা হয়, '১৭ ফেব্রুয়ারি ২০২৪-এ মুম্বই থেকে হায়দরাবাদগামী ভিস্তারা ইউকে৫৩১ বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি যান্ত্রিক গন্ডগোল দেখতে পাওয়া যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে, পাইলটরা বিমান ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান।' তারা আরও বলেন, 'একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়, যা কিছুক্ষণের মধ্যেই ওই গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। গ্রাহকদের রিফ্রেশমেন্ট দেওয়া-সহ তাঁদের অসুবিধা কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়।'



 


আরও পড়ুন: Debosree-Sourav Exclusive: মুখে কালি মেখে ৪ ঘণ্টা শ্যুটিং, রোজ 'কেমিস্ট্রি' মুখস্থ করা.. গল্পে দেবশ্রী-সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।