কলকাতা: ১৩ বছর প্রেমের পরে অবশেষে বিয়ের পিঁড়িতে তাঁরা? রবিবার সন্ধেয় একটা ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড়, জল্পনা বাড়িয়েছে তার সঙ্গের লেখা। তবে কি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)? সোশ্যাল মিডিয়ায় নজর রাখতেই দেখা গেল, তাঁরা গিয়েছেন বিয়ের কেনাকাটা করতে। ক্যাপশানে লেখা, 'নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।'


ভিডিওর প্রথমেই দেখা গেল, অঙ্কুশ ও ঐন্দ্রিলা বহুরুপীর দরজা ঠেলে ভিতরে ঢুকছেন। এই 'বহুরূপী' হল অভিষেক রায়ের বিপণী সংস্থার নাম। নিজেদের বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত অভিষেককেই দিতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁদের দেখা গেল প্রথমে পোশাক বেছে নিতে। লাল বেনারসি দিয়ে পোশাক দেখার শুরু। কখনও নীল বেনারসি, কখনও সোনালি জরির কাজে সেজে উঠলেন ঐন্দ্রিলা। আর তাঁকে দেখেই মুগ্ধ অঙ্কুশ। এবার পালা শেরওয়ানির। বিভিন্ন রঙের শেরওয়ানি পছন্দ করতে দেখা গেল অঙ্কুশকে। বেছে নিলেন একটি কালো শেরওয়ানি। এখানেই শেষ নয়, অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে দেখা গেল বিয়ের জন্য গয়না বেছে নিতেও। 


এই ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শকদের মনে ধাঁধা.. সত্যিই কী বিয়ে করছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? নাকি এ কেবলই কোনোকিছুর বিজ্ঞাপনী প্রচার? এই প্রসঙ্গে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রত্যুত্তর দেননি। এর আগেও অঙ্কুশ ও ঐন্দ্রিলা প্রচার চালিয়েছিলেন তাদের বিয়েটা হচ্ছে না বলে। অনেকেই প্রথমটা মনে করেছিলেন, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। পরে বোঝা যায়, এ ছিল নেহাতই একটা ছবির প্রচার। ফলে এবার তাঁরা আদৌ বিয়ের জন্য সত্যিই প্রস্তুতি নিচ্ছেন নাকি এ কোনও প্রচার তার উত্তর দেবে সময়ই। অপেক্ষায় অনুরাগীরা।   


 






আরও পড়ুন: Allu Arjun: বিতর্কেও খামতি নেই অল্লু অর্জুনের ছবির আয়ে, নতুন রেকর্ড গড়তে চলেছে 'পুষ্পা ২'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।