কলকাতা: করোনার ধাক্কা সামলে এখন জোরকদমে ছবি তৈরির কাজ চলছে টলিউডে। পুজোয় মুক্তির অপেক্ষায় বিভিন্ন পরিচালক ও প্রযোজকের একগুচ্ছ ছবি। কিন্তু এরমধ্যেই ছন্দপতন এক নয়, দুটি ছবির ক্ষেত্রে! টলিউডের হাওয়ায় ভাসছে এমনই গুঞ্জন। সব তৈরি থাকা সত্ত্বেও অনিশ্চিত 'মানবজমিন' ও 'চঙ চঙ'-এর ভবিষ্যৎ!
সামনেই শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল 'মানবজমিন' ছবিটির। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে 'চঙ চঙ' তৈরি করার কথা ছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের। দুই ছবিরই প্রযোজক রানা সরকার। অন্যদিকে শ্রীজাতর 'মানবজমিন'-এর নায়িকাও প্রিয়ঙ্কা সরকার। কিন্তু টলিউডে জোর গুঞ্জন, প্রযোজক রানা ও নায়িকা প্রিয়ঙ্কা সরকারের মধ্যে সমস্যা হওয়ার কারণেই নাকি অনিশ্চিত 'চঙ চঙ' ও 'মানবজমিন' -এর ভবিষ্যৎ।
'চঙ চঙ' ছবির কলাকুশলীদের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, সব ঠিক হয়ে যাওয়ার পরেও আপাতত অনিশ্চিত এই ছবির ভবিষ্যৎ। শ্যুটিং শুরু করার কোনও সম্ভবনাই তৈরি হয়নি। শ্যুটিং বাতিল ধরে নিয়েই অন্যান্য কাজের দিকে ঝুঁকছেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
এই বিষয়ে রানা সরকারের সঙ্গে এবিপি লাইভের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পুজোর জন্য বিভিন্ন কাজে ব্যস্ত নায়ক নায়িকারা। পরমব্রত চট্টোপাধ্যায় একাধিক প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকার ফলে ডেট পেতে সমস্যা হচ্ছে। 'মানবজমিন'-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল পুজোর আগেই। কিন্তু ডেট না পাওয়ার কারণেই তা পিছিয়ে পুজোর পর করতে হয়েছে। আর 'চঙ চঙ' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শীতকালে, ডিসেম্বরে। তাঁর আগে রাহুল (রাহুল মুখোপাধ্যায়) ওর অন্য ছবি 'কিশমিশ' নিয়ে ব্যস্ত থাকবে। কোনও ছবির শ্যুটিংই বাতিল হয়নি।'
প্রসঙ্গত, সম্প্রতি 'মানবজমিন' -এর চিত্রনাট্য নিয়ে পুরীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পরিচালক, প্রযোজক ও সঙ্গীত পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন সবাই। এরপর গুঞ্জনে সত্যিই শিলমোহর পড়ে নাকি দুই ছবিরই শ্যুটিং শুরু হয়, দেখার অপেক্ষায় টলিউড।