মুম্বই: বেশ কিছুদিন ধরে হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদের (Saba Azad) মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে জল্পনা চলছে। সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বর্তমানে অভিনেত্রী - গায়িকা সাবা আজাদের সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে অভিনেতাকে। কিছুদিন আগেই তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে যান গোয়ায়। সেখানে উপস্থিত ছিলেন সুজান খান এবং তাঁর প্রেমিক আর্সলান গোনিও। চারজনকে একসঙ্গে পার্টিতে মজতে দেখা যায়। তবে, এবার অফিশিয়ালি প্রকাশ্যে একসঙ্গে ধরা দিলেন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। আর তার সঙ্গে জল্পনা বাড়ল 'কহো না পেয়ার হ্যায়' অভিনেতার নতুন জীবনে পা রাখার খবরের।


একসঙ্গে হৃত্বিক-সাবা-


গতকাল ছিল বলিউডের নামী পরিচালক - প্রযোজক কর্ণ জোহরের ৫০তম জন্মদিন (Karan Johar Birthday)। নিজের ৫০তম জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছিলেন কর্ণ। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, সলমন খান, আমির খান থেকে বি টাউনের প্রায় সমস্ত তারকাকে উপস্থিত থাকতে দেখা যায় কর্ণ জোহরের পার্টিতে। সেখানেই প্রেমিকা সাবা আজাদের হাত ধরে আসেন হৃত্বিক রোশন। পার্টিতে উপস্থিত অন্যান্যদের সঙ্গে সাবার পরিচয় করিয়ে দেন হৃত্বিক। মুহূর্তে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুই তারকার পরনেই ছিল কালো রঙের পোশাক। হৃত্বিকের হাত ধরে ক্যামেরায় পোজও দেন সাবা। ছবি প্রকাশ্যে আসা মাত্র জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সাবা আজাদের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিলেন হৃত্বিক?








আরও পড়ুন - Bidisha Death: সামনে এল বিদিশা দে মজুমদারের ময়নাতদন্তের রিপোর্ট


প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। প্রথমবার তাঁকে 'ফাইটার' ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।