কলকাতা: 'রূপম আজ এইভাবে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ও যদি একবার মাথাটা ঝাঁকিয়ে নিয়ে গীটারটা হাতে নিয়ে নেয়, ওর গলা দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনটাই 'কাকাবাবু'-র অপরাজেয় সত্তাকে প্রকাশ করে।' এই কথাগুলো যাঁকে নিয়ে বলছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), তিনিও অবাক হয়ে শুনছিলেন পাশে দাঁড়িয়ে। রোমাঞ্চিত হচ্ছিলেন আর ভাবছিলেন কী উত্তর দেব! ছোটবেলা থেকে যাঁকে নায়ক হিসেবে দেখেছেন, তাঁর মুখ থেকে এই কথাগুলো শোনার অনুভূতির মুগ্ধতা এখনও ছুঁয়ে রয়েছে তাঁকে। 'কাকাবাবু ফ্রাঞ্চাইজি'-র সঙ্গে যুক্ত থাকার অনুভূতি বলতে গিয়ে এবিপি লাইভের কাছে অনর্গল রূপম ইসলাম (Rupam Islam)।


'মিশর রহস্য' দিয়ে শুরু, তারপর 'ইয়েতি অভিযান' আর এবার 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্রকে নিয়ে রুপোলি পর্দার এই সিরিজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন রূপম। অন্যান্য ছবির থেকে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা কতটা আলাদা? রূপম বলছেন, 'আমার মায়ের সবচেয়ে পছন্দের চরিত্র কাকাবাবু। আসলে মা ব্যক্তিগত জীবনে অনেক লড়াই দেখেছেন, করেছেনও। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। কাকাবাবুর চরিত্রটা অদ্ভুতভাবে সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলার বার্তা দেয় যেন। যে সমস্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ প্রতিনিয়ত লড়াই করে চলেছেন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে, প্রতিবন্ধকতার সঙ্গে, কাকাবাবু যেন তাঁদের জন্য স্পিরিট। মায়ের বোধহয় সেইজন্যই এত পছন্দ ছিল চরিত্রটা। অথচ মা দেখে যেতে পারলেন না যে কাকাবাবু পর্দায় হচ্ছে আর তার টাইটেল ট্র্যাক গাইছি আমি।'


আরও পড়ুন: ওপারে সত্যজিৎ রায়, টেলিফোন ধরে রূপম বলেছিলেন, 'গুপি গাইন বাঘা বাইনের রেকর্ডটা চাই'


কেবল কন্ঠের দায়িত্বে নয়, কাকাবাবুর পরিকল্পনার সঙ্গেও নাকি যোগ রয়েছে রূপমের। কী করে? রূপম বললেন, 'মিশর রহস্য' শেষ হওয়ার পর একদিন আমি আর সৃজিত (মুখোপাধ্যায়) গল্প করছিলাম আমার বাড়িতে বসে। কথায় কথায় ওঁকে বললাম, আমার কাকাবাবুর ২টো গল্প খুব পছন্দ। 'পাহাড়চূড়ায় আতঙ্ক' আর 'জঙ্গলের মধ্যে একটি হোটেল'। দুটো বই চাইলেন সৃজিত। আমার লাইব্রেরি থেকে এনে দিলাম। ওঁর বোধহয় পড়ে ভালো লেগেছিল গল্পগুলো। তারপরের ঘটনা সবাই জানে। 'পাহাড়চূড়ায় আতঙ্ক' পর্দায় এল 'ইয়েতি অভিযান' নামে আর 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' হল 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। তবে কৃতিত্ব সম্পূর্ণ পরিচালকের। আমি কেবল নিজের পছন্দের গল্পের কথা জানিয়েছিলাম।'


নতুন ছবির প্রথম গান ইতিমধ্যেই শুনে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। শোনার পরেও যে সুর কানে লেগে থাকে, তেমন করে সবার কানে ভাসছে, 'ফিরে এল কাকাবাবু.. মোকাবিলা হোক..'। সেই গানের কথা তুলতেই রূপম বলে উঠলেন, 'যে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে সেখানে গানের প্রথম অংশটা নেই। যদি শ্রোতারা ডিজিট্যাল প্ল্যাটফর্মে গিয়ে পুরো গানটা শোনেন, তাহলে মজাটা পাওয়া যাবে।' কথার রেশ না শেষ করেই মোবাইলের ওপার থেকে গেয়ে উঠলেন রূপম.. 'এক যে হোটেল ছিল ঘন জঙ্গলে.. রহস্য জড়ো হত রাত্তির হলে....'