কলকাতা: মুক্তি পেল রূপম ইসলামের (Rupam Islam) নতুন মিউজিক ভিডিও (Music Video)। অ্যালবামের নাম 'পুরনো গিটার' (Purono Guitar)। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক অতিথি। শহরের এক হোটেলে হয়ে গেল অনুষ্ঠান।


মুক্তি পেল রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও


'অন্নপূর্ণা স্বাদিষ্ট' নিবেদিত মিউজিক ভিডিও 'পুরনো গিটার' মুক্তি পেল। রাজা চন্দের পরিচালনায়, বিশ্ব রায়ের সুরে ও রচনায়, রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের আয়োজক, 'পুরনো গিটার' গানটির সুরকার ও লেখক, বিশ্ব রায় সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওটির প্রস্তুতকারক সংস্থা, 'অন্নপূর্ণা স্বাদিষ্ট'-এর ডিরেক্টর সুমিত সেনগুপ্ত ও তাদের কর্মকর্তারা।


রূপম ইসলাম মুক্ত কণ্ঠে 'পুরনো গিটার' গানের কয়েকটি লাইন ও তাঁর পছন্দের গানের কিছু সুর শ্রোতাদের শোনান। পরিচালক রাজা চন্দ শোনান তাঁর এই মিউজিক ভিডিওটি উপভোগ করে তৈরি করার অভিজ্ঞতা। রূপমের মতো এক অসাধারণ ও বিনম্র শিল্পীর সঙ্গে কাজ করার স্মৃতি তার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে জানান বিশ্ব রায়।                         


'পুরনো গিটার' নামের এই গানটির মাধ্যমে সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নির্মাতারা। সেই সংগ্রামে এক নিরলস প্রতিবাদকারীর গানের সুরের সঙ্গে জুড়ে যায় সমাজের প্রতি স্তরের মানুষ। গানটি গেয়েছেন বাংলা রক সঙ্গীত জগতের কিংবদন্তি রূপম ইসলাম। সুরে ও রচনায় বিশ্ব রায়। প্রখ্যাত পরিচালক রাজা চন্দ এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন।


আরও পড়ুন: 'Bade Miyan Chote Miyan': অ্যাকশন থ্রিলারে অক্ষয়-টাইগার জুটি, প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র পোস্টার, কবে আসবে টিজার?


প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে শিরোনামে রয়েছেন রূপম ইসলাম। তাঁর অনুষ্ঠানে উপচে পড়া ভিড় থেকে অনুরাগীদের কথায় 'চটে' যাওয়া। তাঁকে ঘিরে বিতর্ক নেহাত কম হয়নি। কিন্তু একইসঙ্গে সকল শ্রোতারা এ কথাও এক বাক্যে স্বীকার করে নেন যে বাংলা সঙ্গীত দুনিয়ার রক ঘরানার তিনিই ধারক ও বাহক। তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনাও সেই কথাই বারবার জানান দেয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।