ভারতের স্বাধীনতার ইতিহাসে যাঁদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁদের মধ্য়ে অবশ্য়ই অন্য়তম বিনয়-বাদল-দীনেশ। তাঁদের সংগ্রামের কথা কারও আজানা নয়। এবার ইতিহাসের পাতা থেকে ছবির পর্দায় উঠে আসছে এই বীর তরুণদের গল্প। ছবির নাম  ‘৮/১২’’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, রেমো, (সুমন বোস) ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে। 


‘৮/১২’-এর প্রথম গান‘বিনয় বাদল দীনেশ’গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকের মন জয় করেছে। সঙ্গীতপরিচালক সৌম্য ঋতর কথা ও সুরে গানটি গেয়েছেন রূপম ইসলাম। গানের বিষয়ে বলতে গিয়ে রূপম জানান, "দেশাত্মবোধক সঙ্গীত আমার কাছে খুবই পরিচিত ক্ষেত্র। আমার বাবা মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত ও গণ সঙ্গীত নির্মাতা। তাই এই ঘরানার গানের প্রতি আমার টান রয়েই গেছে। সৌম্য ঋত- এর সুর ও কথায়  ‘৮/১২’ ছবির জন্য  যে গান আমি গেয়েছি, তার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের।  আমি ছবির  সম্পূর্ণ টিমকে শুভ  কামনা   জানাই।"
পাশাপাশি সঙ্গীত পরিচালক সৌম্য ঋত বলেন, রূপম  ইসলামের কণ্ঠে, আমার সুর করা এবং লেখা এই গান আসলে দেশ ও বিনয় বাদল দীনেশ এর মতো বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।। এই গানের সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক আশ্চর্য মিশ্রণ। আমি ধন্যবাদ জানাই প্রযোজক ও পরিচালক অরুণ রায় কে, আমার উপর ভরসা রেখে স্বাধীন ভাবে এই গান আমায় তৈরী করতে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমার সম্পূর্ণ মিউজিকাল টিম এবং অবশ্যই আমার সঙ্গীতের অন্যতম অনুপ্রেরণা রূপম ইসলামকে। তাঁর কণ্ঠের যাদুতে এই গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।।"


গানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক অরুণ রায় জানান, "আমি প্রযোজক কান সিং সোধা কে ধন্যবাদ জানাই ‘৮/১২’ ছবির মতন একটা মহা  যজ্ঞ আমায় পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য।। গানের কথা বলতে গেলে প্রথমেই বলি সৌম্য ঋত-এর  সঙ্গীত আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। বিনয় বাদল দীনেশ এর অনুপ্রেরণা তার সঙ্গীতের মধ্যে দিয়ে  প্রতিফলিত। ‘৮/১২’ ছবির এই প্রথম গান নিশ্চিত ভাবেই তার সঙ্গীত প্রতিভার প্রকাশ সমস্ত শ্রোতা দর্শকদের কাছে তুলে ধরবে।।"