কলকাতা: শীঘ্রই মুক্তি পাবে পরিচালক রতন মৈত্রর ছবি 'অন্য় রূপকথা'। সম্প্রতি শহরে জমকালোভাবে হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, রূপঙ্কর বাগচী,  সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তীসহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। 


ঠিক কেমন এই ছবির গল্প?


আধুনিকতার ছোঁয়ায় শহর যখন গ্রামকে গ্রাস করছে তখন ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে দীর্ঘ ২৬ বছর পর দিল্লি থেকে নিজের গ্রামে ফিরছে প্রথিতযশা ডাক্তার অনির্বাণ রায় । গ্রামে ফিরে সে খুঁজে পায় নিজের ছোটবেলার স্মৃতি। ছোটবেলার খেলার সঙ্গী রূপকথা আজ যেন থেকেও নাই তাঁর পাশে। প্রানপ্রিয় দাদু আজ গ্রামের এই কঠিন সমাজ সংস্কৃতিতেও গ্রামকে বটগাছের মতো আগলাবার চেষ্টা করে চলেছেন অবিরত। নাতি দাদুর অদ্ভুত জটিল সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে  কোন বাঁকে পৌঁছাবে তা নিয়ে এগিয়েছে ছবির গল্প। প্রত্যয়,সিধুর মতো ছোটবেলার সঙ্গীদের সঙ্গে দেখা করে নিজের হারানো সময়কে খোঁজার চেষ্টা করে চলে অর্নিবান। তারপর কী হয় তা উন্মোচিত হবে ছবির গল্পে।


আরও পড়ুন...


নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির


ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন রাজ দে। প্রসঙ্গত,  সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজারিণী ঘোষকে। পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কো। জয়দেব বেতাল প্রযোজিত মা সিমলা ফিল্মসের ব্য়ানারে মুক্তি পাবে এই ছবি।


উল্লেখ্য়, গতবছর গান চুরির অভিযোগ উঠেছিল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। গায়ক রূপঙ্কর ও সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন মনোরমা ঘোষাল নামে এক ইউটিউবার ও গায়িকা। 


অভিযোগকারী গায়িকার দাবি ছিল, সম্পূর্ণ পারিশ্রমিক দিয়ে সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গানটি কিনে নেন তিনি। এরপর নিজের খরচে গানটির ভিডিও করে ইউটিউবে আপলোড করেন। থানায় দায়ের করা অভিযোগে গায়িকার দাবি ছিল, তাঁর সেই গান চুরি করেছেন রূপঙ্কর বাগচী।


অন্য়দিকে kk -কে মন্তব্য বিতর্কে জড়িয়েছিলেন রূপঙ্কর বাগচী। পরে ক্ষমা চেয়ে সঙ্গীতশিল্পী বলেছিলেন, 'আমার যে ভিডিও ভাইরাল হয়েছিল, তা মুছে দিয়েছি। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial