কলকাতা: বিয়ের এক মাসের মধ্যেই এল সুখবর। মা হচ্ছেন ছোটপর্দা ও ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ, অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। ১ বছর আগে আইনি বিয়ে সেরেছিলেন রূপসা ও সায়নদীপ সরকার (Shayandeep Sarkar)। এরপরে, গত অক্টোবরেই সামাজিক বিয়ে করেছিলেন রূপসারা। সেই বিয়েতে জাঁকজমক কিছু কম ছিল না। আর এবার, মাস ঘুরতে না ঘুরতেই সুখবর। নভেম্বরের মাঝামাঝিই রূপসা আর সায়নদীপ দিলেন সুখবর। বাবা মা হচ্ছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসে বিবাহের স্বপ্নের মতো ছবি শেয়ার করে নিয়েছিলেন রূপসা। তাঁর ও সায়নদীপের সম্পর্ক হওয়ার পর থেকেই রাখঢাক করেননি রূপসা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলাখুলিই কথা বলেছেন তিনি। আর আজ, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রূপসা ও সায়নদীপ। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের বাড়ি সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুনে। নীল বেলুন রাখা হয়েছে ছেলের জন্য ও গোলাপি বেলুন মেয়েদের জন্য। আনা হয়েছে কেক। বাচ্চাদের জন্য নীল ও গোলাপি জামা জুতো। সেই সমস্ত জিনিস সামনে রেখে, কেক হাতে নিয়ে সায়নদীপ লিখছেন..
'আমার মনে হয়, এখন থেকে প্রত্যেকটা শিশুদিবসই আমাদের কাছে বিশেষ হয়ে উঠবে। কারণ আমাদের জীবনে আসছে এক জুনিয়র। সারা জীবনের জন্য রূপসায়ন। ছোট্ট সদস্য আসছে খুব তাড়াতাড়ি। আপনাদের শুভেচ্ছা, ভালবাসা আর আশীর্বাদ জারি থাকুক।' সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির এই সুখবরে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি কেকের ছবিও শেয়ার করে নিয়েছেন। সেখানে কেকের ওপর শোয়ানো রয়েছে একটি শিশু। আর সেখানে লেখা রয়েছে, 'মম অ্যান্ড ড্যাড টু বি'। দেখা গিয়েছে রূপসা ও সায়নদীপ বন্ধুদের সঙ্গে এই দিনটি উদযাপনও করেছেন।
তবে শুভেচ্ছার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সেইদিকে নজর দিতে এখন নারাজ রূপসা ও সায়নদীপ।
আরও পড়ুন:Gargee-Rajatabha: প্রথমবার গার্গীর বিপরীতে রজতাভ, কমেডি ড্রামার মোড়কে আসছে 'বলরাম কাণ্ড'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।