কলকাতা: ঋত্বব্রত মুখোপাধ্যায়, মীর আফসার আলি, তুলিকা বসু নিয়ে আসছেন নতুন ছবি 'আবার আসিব ফিরে'। কেশবানন্দ মুখোপাধ্যায়, দেবদত্ত মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর প্রযোজনায় আসছে নতুন এই ছবি। দেবপ্রতিম দাশগুপ্তর পরিচালনায় ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।
এই ছবিটি নিয়ে পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত বলছেন, 'আমি ভ্রমণপ্রিয় মানুষ। মনে-প্রাণে বিশ্বাস করি, আমার এই বাংলা সবচেয়ে সুন্দর। সেই ভাবনা থেকেই আমার এই ছবিটার জন্ম। প্রায় ৬ মাস ধরে এই ছবির শ্যুটিং চলেছে। বিভিন্ন কারণে একাধিকবার বদলে গিয়েছে চিত্রনাট্য। এই শ্যুটিংয়ে সবচেয়ে মনে রাখার মতো হল ঋতব্রতের দাড়ি। এই ছবির শ্যুটিং করতে করতেই ও অন্য একটা ছবির শ্যুটিং করতে যায়। সেখানে গিয়ে দাড়ি কেটে থাকে। তারপরে আমাদের অপেক্ষা করতে হয়েছিল হবে আগের মতো হবে ওর দাড়ি।' পরিচালক আরও বলেন, 'আমি, অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পী সবাই মিলে কাজটা করেছি।'
এই ছবিতে অভিনয় করেছেন, ঋত্বব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায় , পিয়া দেবনাথ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, লোকনাথ দে ও অন্যান্যরা। চিত্রনাট্য লিখেছেন, দেবপ্রতিম দাশগুপ্ত। সব মিলিয়ে মোট ৭৫টি চরিত্র কাজ করছে এই ছবিতে। ২৫ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
এই ছবি নিয়ে মীর আফসর আলি বলছেন, 'আমাদের প্রিয় দেবপ্রতিম দাশগুপ্তর ডাকে এই ছবিটা করতে এসেছি আমরা সবাই। ভীষণ ভালবেসে সবাই কাজটা করেছি। আমরা অনেকেই রয়েছি, যাদের সঙ্গে বহুদিন দেবপ্রতিমদার দেখা হয়নি। তবে ওঁর এক ডাকেই সবাই করতে এসেছি এই ছবিটা। ছবিটার নাম, 'আবার আসিব ফিরে'। আমরা সবাই চাই, এই ছবিটা দেখতে সবাই প্রেক্ষাগৃহে ফিরে আসুন আর আবার ফিরে ফিরে আসুক দেবপ্রতিম দাশগুপ্তর ফোন যে 'মীর তোমায় আমার একটা কাজে লাগবে।'
এই ছবিতে রয়েছেন অভিনেতা শান্তিলাল। বলছেন, 'এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমি রয়েছি। আশা করছি আপনারাও থাকবেন। ছবিটি প্রেক্ষাগৃহে এসে দেখবেন।'
আরও পড়ুন: Aparajita on Laxmi Puja; 'ক্ষমতার অপব্যবহার বন্ধ হোক', লক্ষ্মীপুজোয় প্রার্থনা অপরাজিতার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।