কলকাতা: টলিপাড়া তথা বিনোদন দুনিয়ায় এখন যেন বিয়ের মরশুম (Tollywood Marriages)। শুধু ইন্ডাস্ট্রি কেন, একের পর এক বিয়ে সাধারণ মানুষেরও। নতুন জীবনে পা রাখছেন একাধিক মানুষ। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। পোস্ট করলেন ছবি।
বাগদান সারলেন সমদীপ্তা
সম্প্রতি টলিউডে একের পর এক বিয়ের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। মাত্র কয়েকদিন আগেই ধুমধাম করে বিয়ে সেরেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। তার কয়েকদিন আগেই নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এবার নতুন জীবনে পা রাখলেন পরমের 'ঘরে ফেরার গান' ছবির গায়িকা সমদীপ্তা।
জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান 'সা রে গা মা পা' খ্যাত প্রতিযোগী সমদীপ্তা রবিবারই পোস্ট করে আংটি বদলের খবর দেন। এনগেজমেন্ট সেরেছেন প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে লেখেন, 'এখন থেকে সারাজীবনের শুরু...'। পরনে বেগুনি রঙের শাড়ি, হালকা মেকআপ, মানানসই গয়না, হাতে মেহেন্দি, স্নিগ্ধ লুকে সমদীপ্তা। পাশে হলুদ পাঞ্জাবী, মেরুন ধুতী পরে স্বাগত গঙ্গোপাধ্যায়। আংটির পরা হাতের ছবিও দেখা গেল। সমদীপ্তার পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী পেশায় স্বাগত একজন উদ্যোগপতি।
আরও পড়ুন: A R Rahman: দামি গাড়ি ছেড়ে অটোরিক্সায় এ আর রহমান, কান্ধুরির উৎসবে যোগ অস্কারজয়ী শিল্পীর
বনগাঁর এই বাঙালি কন্যা 'সা রে গা মা পা'য় এসে নিজের কণ্ঠ শ্রোতাদের কানে পৌঁছে দেওয়ার আগেই ভাইরাল হন, অবশ্যই নিজের গুণে। সমদীপ্তার গান শুনে মুগ্ধ হয়ে তাঁকে সোশ্যাল মিডিয়াতেই আশীর্বাদ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নিঃসন্দেহে এটি যে কোনও শিল্পীর জীবনে বিশাল প্রাপ্তি। সমদীপ্তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি, তাঁর গাওয়া মোৎজার্টের সূরমূর্ছনায় সরগমের পোস্ট কোনওদিন শেয়ার করবেন ভারতীয় সঙ্গীতের ধ্রুবতারা। লতা মঙ্গেশকর এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছিলেন সেই ভিডিও । লিখেছিলেন, 'এই ভিডিওটি একজন পাঠালেন। মেয়েটি মোৎজার্টের সিম্ফনি খুব সুন্দরভাবে সরগমের মাধ্যমে উপস্থাপনা করেছে। আমার আশীর্বাদ রইল। ও যেন ভাল সঙ্গীতশিল্পী হয়।' এই খবর ভাইরাল হতে সময় নেয়নি। এরপর তাঁকে দেখা যায় রিয়্যালিটি শোয়ের মঞ্চে। সুমধুর কণ্ঠে বিচারক ও শ্রোতাদের মন জয় করেন তিনি। এরপর একাধিক প্রজেক্টে কাজ করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত 'ঘরে ফেরার গান' ছবিতেও গান গেয়েছেন সমদীপ্তা।
সমদীপ্তা মুখোপাধ্যায়ের নতুন জীবনের জন্য রইল শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।