কলকাতা: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। নাম দুটির সঙ্গে মোটামুটি সব বাঙালিই এখন পরিচিত। যাঁবা বিশেষ ধারাবাহিক দেখেন না, তাঁদের কাছেও ঐন্দ্রিলা শর্মার লড়াই এবং তাঁর ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরীর গল্প খুব একটা অজানা নয়। 


ক্যান্সারে আক্রান্ত হয়েও যে স্বমহিমায় ফিরে আসা যায়, তার জ্যান্ত উদাহরণ টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর তাঁর অসুস্থ হওয়া, লড়াই করা, খানিক সুস্থ হওয়া, কেমো থেরাপি, অবসন্ন মুহূর্ত, সব লড়াই জিতে ফিরে আসা, সবকিছুর প্রত্যেক আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সব্যসাচী। অসুস্থতার প্রত্যেক মুহূর্তে ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন তিনি। এখন ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার পর তাঁর স্বাভাবিক জীবনের টুকরো খোঁজও মেলে সব্যসাচীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। 


এই যেমন ধরা যাক, আজকের পোস্ট। বুধবার, ২ মার্চ নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন অভিনেতা। একটিতে ঐন্দ্রিলা হাসপাতালের বিছানায়। হাতে লাগানো নল। দ্বিতীয় ছবিতে সেই চেনা হাসি মুখে, 'দিদি নং ১'-এর সেটে অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেতেছেন নাচে। 


এই ছবি দুটি পোস্ট করে সব্যসাচী লিখেছেন, 'প্রথম ছবিটি দিল্লির হাসপাতালে তোলা, 
কেমো শুরু হয় সেইদিন।   ১ মার্চ, ২০২১
দ্বিতীয় ছবিটি গতকালের। ১ মার্চ, ২০২২।  
উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। 
এভাবেই ফিরে আসা যায়।' (অপরিবর্তিত) 


 



ঠিক যেন, খোলা চিঠি লিখলেন ঐন্দ্রিলার জন্য। আরও সাহস জোগালেন তাঁকে, এগিয়ে যাওয়ার জন্য। সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মা, সকলকেই বোঝালেন, 'এভাবেও ফিরে আসা যায়'।


আরও পড়ুন: Srijit Mukherji: সৃজিতের ছবির জন্য কলম ধরবেন গুলজার, 'বাকেট লিস্ট মুহূর্ত'-এর খবর দিলেন পরিচালক